চট্টগ্রামে করোনায় মৃত্যু নেই, ২৪ ঘন্টায় শনাক্ত ২৩৯
স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
প্রকাশিত: ০১:৩২ পিএম, ১৫ জানুয়ারি ২০২২ শনিবার
চট্টগ্রামে নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত প্রায় ১২ দশমিক ২৯ শতাংশ
চট্টগ্রামে শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২৩৯ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত প্রায় ১২ দশমিক ২৯ শতাংশ। তবে এই সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।
শনিবার (১৫ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৯৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। করোনা শনাক্ত হয়েছে ২৩৯ জনের। এর মধ্যে নগরের ২১৮ জন। এ ছাড়া ২১ জন নগরের বাইরের বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এক দিন আগে গতকাল শুক্রবার চট্টগ্রামে ২৯৬ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল প্রায় ১৪ দশমিক ৫২।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ৪ হাজার ৪২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩৩৫ জন মারা গেছেন।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজন মারা যান।