আবারও আন্দোলনে শাবিপ্রবি ছাত্রীরা, প্রভোস্টের রুমে তালা
ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট, শাবিপ্রবি
প্রকাশিত: ০৬:০০ পিএম, ১৪ জানুয়ারি ২০২২ শুক্রবার
নিজেদের কিছু দাবির সাথে প্রভোস্টের পদত্যাগ চেয়ে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাত ৯টা থেকে আন্দোলন করে পালন করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের ছাত্রীরা।
পরে উপাচার্যের আশ্বাসে রাত আড়াইটায় হলে ফিরে যান ছাত্রীরা। তবে একদিন না যেতেই আবারও আন্দোলনে নেমেছেন তারা।
এবার ছাত্রীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ এনে ছাত্রী হলের প্রভোস্ট কমিটির পদত্যাগসহ তিন দফা দাবিতে রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রীরা।
শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করছেন তারা। উপাচার্যের সঙ্গে বৈঠকে কোনো সমাধান না আসায় হল প্রভোস্টের রুমে তালা দিয়ে আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে- প্রভোস্ট কমিটি পদত্যাগ, হলের যাবতীয় অব্যবস্থাপনা নির্মূল করে হলের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা, অবিলম্বে দায়িত্বশীল প্রভোস্ট কমিটি নিয়োগ দেওয়া। এ দিকে শিক্ষার্থীরা আগামীকাল শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রভোস্ট কমিটির পদত্যাগের সময়সীমা বেঁধে দিয়েছেন। তাদের দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন তারা।
জানা যায়, গতকাল প্রভোস্টের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনে শিক্ষার্থীদের আন্দোলন মধ্যরাত পর্যন্ত চলে। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আলমগীর কবির এবং ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দীন আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের অনেকেই সেখানে উপস্থিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় রাত প্রায় দুইটার দিকে উপাচার্য এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবেন বলে আশ্বস্ত করেন।
ওই আশ্বস্ত অনুযায়ী আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের ১০-১২ জনের একটি প্রতিনিধি দল আলোচনায় বসেন। তবে প্রশাসন সঙ্গে তাদের দাবি নিয়ে আলোচনা করলেও কোনো সমাধান না আসায় এই কর্মসূচি শুরু করেন তারা।