এলিয়েন নিয়ে তদন্ত করার জন্য অফিস খুললো পেন্টাগন
সাতরং ডেস্ক
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ১৩ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার
আনআইডেন্টিফাইড ফ্লাইয়িং অবজেক্ট বা ইউএফও নিয়ে অনুসন্ধান চালাতে নতুন একটি দফতর খুলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগন।
কোথাও কোনো 'এলিয়েন দেখা গেলে' বা ইউএফও-এর খবর বেরোলে সেগুলোর কারণ খোঁজার চেষ্টা করবে এ অফিসটি।
অফিস অব দ্য আন্ডার সেক্রেটারি অব ডিফেন্স ফর ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি'র অধীনে এ অফিসটি খোলা হয়েছে। এটি কাজ করবে ন্যাশনাল ডিফেন্স অথোরাইজেশন অ্যাক্ট-এর মাধ্যমে কাজ করবে।
তবে এতে অবশ্য এলিয়েনপ্রেমীদের মন গলানো সম্ভব হয়নি। এলিয়েন বিষয়ে যাদের বিস্তর আগ্রহ ও যারা এ ব্যাপারে খোঁজখবর রাখেন তাদেরকে ইউএফওলজিস্ট বলা হয়। এই ইউএফওলজিস্টরা মনে করছেন, সামরিক বাহিনী সব তথ্য কখনোই প্রকাশ করবে না। তাই আদতেও কোনো এলিয়েন সত্যিই থাকলেও তা বাইরের মানুষ কখনো জানবে না।
অনেকে আবার ভাবছেন, এটা স্পেইসরেসে এগিয়ে থাকার জন্য মার্কিন বাহিনীর একটি উপলক্ষ কেবল। এলিয়েন নিয়ে তাদের আগ্রহ নেই, বরং অন্য দেশ থেকে মহাকাশে ক্ষমতার দৌড়ে এগিয়ে থাকতে এই অফিসকে কাজে লাগাবে মার্কিন সরকার।
লাইভ সায়েন্স অবলম্বনে।