আসছে সোয়াইন ফ্লু...সাবধান!
প্রকাশিত: ০১:৫১ এএম, ৭ জুলাই ২০২০ মঙ্গলবার আপডেট: ০৮:২৫ পিএম, ৭ জুলাই ২০২০ মঙ্গলবার
নতুন একটি গবেষণা বলছে, বিশ্ব স্বাস্থ্যে নবতর আঘাত হয়ে #সোয়াইন ফ্লু'র মহামারী অপেক্ষা করছে। চীনা শুকরের ফার্মগুলোতে এইচওয়াএনওয়ান #H1N1 ভাইরাসের অস্তিত্ব ২০১৬ থেকেই ছিলো এবং ক্রমেই তা বেড়ে উঠেছে।
গবেষকরা বড় ক্ষতির আগে এখনি বিষয়টি জরুরি ভিত্তিতে নিয়ন্ত্রণের কথা বলছেন। নিউইয়র্ক টাইমস এই খবর দিয়ে বলেছে, কোভিড-১৯ এর মহামারী নিয়ন্ত্রণ এখনো দুরস্ত। তারই মধ্যে এমন একটি খবরে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সর্বোচ্চ উদ্বেগ প্রকাশ করেছেন।
#এইচ১এন১ একটি উচ্চমাত্রার সংক্রামক ভাইরাস। ২০০৯ সালে এই ভাইরাস একবার গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিলো। তাতে মৃত্যু হয়েছিলো ২ লাখ ৮৫ হাজার মানুষের।
গবেষণায় চীনের ১০টি প্রদেশের ১৫টি শুকরের খামার থেকে শ্রমিকদের শরীর থেকে ৩৩৮টি এবং স্থানীয়দের শরীর থেকে ২৩০টি রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়। এতে দেখা যায় শ্রমিকদের নমুনার মধ্যে ১০.৪ শতাংশ এবং স্থানীয়দের মধ্যে ৪.৪ শতাংশ রক্ত নমুনায় H1N1 পজিটিভ এসেছে। শ্রমিকদের মধ্যে যাদের বয়স ১৮ থেকে ৩৫ তাদের মধ্যে সংক্রমণের হার সবচেয়ে বেশি। যা ২০.৫ শতাংশ।