অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাংলাদেশসহ ৩১ দেশ থেকে কুয়েত যাত্রায় নিষেধাজ্ঞা

প্রকাশিত: ১২:২৯ পিএম, ২ আগস্ট ২০২০ রোববার  

বাংলাদেশসহ বিশ্বের ৩১টি দেশ থেকে কুয়েত যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। করোনা ভাইরাসের বিস্তারে এই দেশগুলো উচ্চ ঝুঁকিতে থাকায় কুয়েত কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে খবরে জানানো হয়।

কোনো ব্যক্তি এই ৩১ টি দেশে কাটানোর পর অন্য কোনো দেশে ১৪ দিন পার না করে কুয়েতে ঢুকতে পারবে না। কুয়েত ডাইরেকটরেট জেনারেল অব সিভিল এভিয়েশন এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

বাংলাদেশের বাইরে আর যে দেশগুলো এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে- ভারত, পাকিস্তান, মিশর, ফিলিপাইন, লেবানন, শ্রীলংকা। এছাড়াও চীন, ইরান, ব্রাজিল, মেক্সিকো, ইতালি ও ইরাক রয়েছে এই তালিকায়।

সর্বোচ্চ সংখ্যায় মৃত্যু আর সংক্রমণ সত্ত্বেও যুক্তরাষ্ট পড়েনি কুয়েতের এই নিষেধাজ্ঞায়।