পোকেমন ধরতে গিয়ে ডাকাতি উপেক্ষা করলেন পুলিশ কর্মকর্তা
সাতরং ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ১১ জানুয়ারি ২০২২ মঙ্গলবার আপডেট: ০৪:৫২ পিএম, ১১ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
মোবাইল গেমিং-এ আসক্তি আমাদের অনেকেরই আছে। অতিরিক্ত গেইম খেলার জন্য অনেকেই বাড়িতে নিয়মিত বকুনি খায়।
বাচ্চাদের গেইমে আসক্তির জন্য তাদের পড়ালখার ক্ষতি হয়। অর্থাৎ মোবাইল গেমিং-এর কারণে তারা দায়িত্বে অবহেলা করে। কিন্তু বড়রাও যদি গেইম খেলতে গিয়ে নিজেদের দায়িত্বে অবহেলা করে তাহলে?
এমনটাই ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। গেইম খেলতে গিয়ে নিজেদের দায়িত্ব আবহেলা করেছেন দুই পুলিশ কর্মকর্তা।
লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট-এর (এলএপিডি) দুই অফিসার পোকেমন গো খেলছিলেন। পোকেমন ধরায় এতটাই মত্ত হয়ে গিয়েছিলেন যে, তাদেরকে জরুরি প্রয়োজনে ডাকা হলেও পাওয়া যায়নি।
লুইস লোজানো ও এরিক মিচেল নামের ওই দুই পুলিশ কর্মকর্তা ২০১৭ সালের এপ্রিল মাসে নিজেদের দায়িত্বে এ উদাসীনতা প্রদর্শন করেন। সম্প্রতি আদালতের কিছু নথিপত্র প্রকাশিত হলে তাদের এ অপরাধের কথা প্রকাশ্যে আসে।
তাদের অবস্থান থেকে কিছ দূরে একটি স্থানে ডাকাতির ঘটনা ঘটছিল। ওয়াকিটকিতে ওই খবর জানার পরেও কাছাকাছি থাকা সত্ত্বেও তারা ঘটনাস্থলে যাননি। বরং গাড়ি চালিয়ে পোকেমন ধরার জন্য অন্যত্র চলে যান।
২০১৭ সালের ওই সময় পোকেমন গো গেইমটি তুমুল জনপ্রিয় হয়েছিল। মোবাইল ব্যবহার করে বিভিন্ন স্থানে গিয়ে গিয়ে পোকেমন খুঁজে বের করতে হয় এই গেইমটিতে।
ডিজিটাল ট্রেন্ডস অবলম্বনে।