অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ম্যানইউ ছাড়তে এজেন্টের সঙ্গে বৈঠক করছেন রোনালদোর!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:২৪ পিএম, ১০ জানুয়ারি ২০২২ সোমবার  

ম্যানচেস্টার ইউনাইটেডে ক্রিস্তিয়ানো রোনালদোর দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে যেতে পারে মাত্র এক মৌসুমেই!

গত গ্রীষ্মে জুভেন্তাস ছেড়ে ওল্ড ট্র্যাফোর্ডে ফেরেন রোনালদো। ২০২১-২২ মৌসুমের শুরুতে পর্তুগিজ তারকা অনুভব করেন, ইতালিয়ান ক্লাবটিতে তার সময় ফুরিয়ে এসেছে।

ঠিক একই মৌসুমের মাঝপথে রোনালদো এখন ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার কথা ভাবছেন।

দ্য সানের খবর অনুসারে, রোনালদো ‘সংকট নিয়ে’ আলোচনা করতে তার এজেন্ট জর্জ মেন্ডিসকে ডেকেছেন। মেন্ডিস নিজের ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে এরই মধ্যে ইউনাইটেডে উড়ে গেছেন।

খবরে বলা হয়েছে, ওলে গুনার সুলশারকে বরখাস্তের পর রালফ রাংনিককে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া ইউনাইটেডে পজিটিভ প্রভাব ফেলেনি। অনেক খেলোয়াড় এতে অখুশি, যাদের মধ্যে রোনালদো একজন।

সিআর সেভেনের ঘনিষ্ঠ সূত্র দ্য সানকে জানায়, ইউনাইটেডে যা ঘটছে তা নিয়ে বেশ চিন্তিত রোনালদো। দল নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে। আর রোনালদো জানেন যে তাকে নেতাদের একজন হিসেবেই মানা হয়।

রোনালদোর সেই ঘনিষ্ঠ সূত্র বলেছে, ‘বেশ কিছু সমস্যা আছে। রোনালদো বেশ চাপ অনুভব করছেন এবং অবসাদের মধ্যে আছেন। তিনি মরিয়াভাবে চান ইউনাইটেডের পদক্ষেপ সফল হোক। রোনালদো বুঝতে পারছেন যে বর্তমান সেট আপ দিয়ে ট্রফি জয় বেশ কঠিন হবে।’

এ অবস্থায় জর্জ মেন্ডিস দেখা করতে এসেছেন রোনালদোর সঙ্গে। তারা একসঙ্গে সময় কাটিয়েছেন, পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।