অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গুগল ম্যাপের দৌলতে ২০ বছর পর ধরা পড়লো মাফিয়া বস

সাতরং ডেস্ক

প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ৯ জানুয়ারি ২০২২ রোববার  

প্রায় ২০ বছর ধরে পলাতক ছিলেন ইতালি'র সিসিলি'র মাফিয়া বস জিওয়াচিনো গ্যামিনো। কিন্তু শেষ পর্যন্ত গুগল ম্যাপের বদৌলতে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

২০০২ সালে রোমের রেবিব্বিয়া জেল থেকে পালিয়েছিলেন স্টিড্ডা নামে পরিচিত এ মাফিয়া বস। তারপর থেকে ফেরার ছিলেন তিনি।

বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, স্পেইনের মাদ্রিদের কাছে গ্যালাপাগার শহর থেকে গ্রেফতার করা হয় ৬১ বছররবয়সী গ্যামিনোকে। গুগল ম্যাপের ভেতরে থাকা ওই শহরের একটি ছবিতে একটি ফলের দোকানের সামনে দুজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের মধ্যে একজন ছিলেন গ্যামিনো।

সেই ছবি দেখেই তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন ইতালির মাফিয়া বিরোধী পুলিশ দল ডিআইএ-এর উপপরিচালক নিকোলা আলটেইরো।

বর্তমানে গ্যামিনো স্পেইনের কারাগারে বন্দি আছেন। তাকে ইতালি ফিরিয়ে আনার তোড়জোড় চলছে।