ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ৮ জানুয়ারি ২০২২ শনিবার
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা ২ জনই ঢাকার বাসিন্দা।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪৮ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৮ জন ও দেশের অন্যান্য বিভাগগুলোতে ২০ জন রোগী ভর্তি আছেন।
শনিবার (৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে এসব তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে নতুন বছরের জানুয়ারি মাসে দেশে ৬৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হলেন। কেউ মারা যাননি।
গত বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ১০৫ জনের মধ্যে ডিসেম্বরে ৫ জন, নভেম্বরে ৬ জন, অক্টোবরে ২২ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন ও জুলাই মাসে ১২ জন মারা গেছেন।