অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৭৬ বছর পর ঠিকানায় পৌঁছালো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার চিঠি

সাতরং ডেস্ক

প্রকাশিত: ০৫:১৪ পিএম, ৮ জানুয়ারি ২০২২ শনিবার  

ম্যাসাচুসেটস-এ নিজের মায়ের কাছে চিঠি পাঠিয়েছিলেন তিনি, সে চিঠি এসে পৌঁছালো ৭৬ বছর পর।

আর্মি সার্জেন্ট জন গঞ্জালভেস সে সময় ২২ বছর বয়সী ছিলেন। ১৯৪৫ সালের ৬ ডিসেম্বর তিনি জার্মানিতে ছিলেন। তখন যুদ্ধ শেষ হয়েছে সবে।

সেখান থেকে মাকে চিঠি পাঠিয়েছিলেন তিনি। সে চিঠি এত বছর ধরে পড়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পিটসবার্গে ডাকবিভাগের বিতরণ কেন্দ্রে।

চিঠিটিতে লেখা ছিল, 'প্রিয় মা, আজকে তোমার আরেকটা চিঠি হাতে এলো। সব কুশল জেনে ভালো লাগছে। আমি ভালো আছি, সব ঠিকঠাক চলছে। তবে খাবারের কথা বলতে গেলে, ওটা বেশিরভাগ সময়ই যাচ্ছেতাই।'

তিনি চিঠিটি সাইন করেন শীঘ্রই দেখা হওয়ার প্রত্যাশা নিয়ে। ২০১৫ সালে মারা যান জন।

তার মাও মারা গিয়েছেন। কিন্তু ডাকবিভাগ তার বিধবা স্ত্রী ৬১ বছর বয়সী অ্যাঞ্জেলিনা'র ঠিকানা পেয়ে তার হাতেই তুলে দেয় চিঠিটি।

সূত্র: সিবিএস নিউজ