হকিং-এর জন্মদিনে গুগলের ড্যুডল
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ০৩:০৩ পিএম, ৮ জানুয়ারি ২০২২ শনিবার
১৯৪২ সালের ৮ জানুয়ারি বিজ্ঞানী স্টিফেন হকিং জন্মগ্রহণ করেন। তার জন্মদিনে ড্যুডল বানিয়ে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছে গুগল।
গুগল একটি অ্যানিমেটেড ভিডিও তৈরি করেছে যেখানে হকিং-এর জীবন ও কাজ নিয়ে সংক্ষিপ্ত ধারণা দেওয়া হয়েছে। ভিডিওটির ধারাবর্ণনা করা হয়ছে হকিং-এর কণ্ঠে। তার পরিবারের অনুমতি নিয়ে তার যান্ত্রিক কণ্ঠস্বর তৈরি করেছে গুগল।
হকিং ছিলেন একজন ইংরেজ কসমোলজিস্ট, লেখক, ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। তিনি ইংল্যান্ডের অক্সফোর্ডে জন্মগ্রহণ করেন। ২১ বছর বয়সে নিউরোডিজেনারেটিভ রোগে আক্রান্ত হলে একসময় তার শরীর হুইলচেয়ারেই আটকে যায়। হকিং কথা বলতেও অক্ষম হয়ে পড়েন। এরপর থেকে কম্পিউটারচালিত স্বয়ংক্রিয় ভয়েস মেশিনের মাধ্যমে যোগাযোগ করতেন তিনি।
অক্সফোর্ড ও কেমব্রিজে পড়াশোনা করা স্টিফেন হকিং ১৯৭৯ সালে কৃষ্ণবিবর নিয়ে যুগান্তকারী তত্ত্ব প্রদান করে পদার্থবিজ্ঞানের ইতিহাসে প্রাতঃস্মরণীয় হয়ে আছেন। তাকে 'ইতিহাসের অন্যতম প্রভাববিস্তারী বৈজ্ঞানিক মনন' হিসেবে বর্ণনা করা হয়েছে গুগলের ওই ড্যুডলে।