লিও-এর জন্য গাছ
এন্টারটেইনমেন্ট ডেস্ক
প্রকাশিত: ০১:৫০ পিএম, ৮ জানুয়ারি ২০২২ শনিবার
উভারিওপসিস ডিক্যাপ্রিও
নতুন খুঁজে পাওয়া একটি গাছের নামকরণ করা হয়েছে হলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা লিওনার্ডো ডিক্যাপ্রিও'র নামে।
লন্ডনের রয়্যাল বোটানিক্যাল গার্ডেন, কিউ-এর বিজ্ঞানীরা লিওনার্ডো'র সম্মানে ওই গাছের এ নাম রেখেছেন।
গাছটির আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে উভারিওপসিস ডিক্যাপ্রিও। এ গাছটি কেবল ক্যামেরুনের জঙ্গলে পাওয়া যায়। ক্যামেরুনের ইবো ওয়াইল্ড লাইফ রিজার্ভ জঙ্গলে গাছ কাটা বন্ধ করতে গুরুত্বপূর্ণ সহযোগিতা করায় লিওকে এই সম্মান প্রদর্শন করেন বিজ্ঞানীরা।
ক্যামেরুনের এই জঙ্গলটি গাছ কাটার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে পরিকল্পনা নেওয়া হয়েছিল। তখন বিজ্ঞানীরা এর প্রতিবাদ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ব্যাপারটি নিয়ে পোস্ট করেন লিও। এর ফলে ওই প্রতিবাদ আরও বেশি শক্তিশালী হয়। পরে সরকার তাদের পরিকল্পনা থেকে সরে আসে।
কিউ-এর বিজ্ঞানীরা গত বছর প্রায় ২০০ রকমের গাছ ও ছত্রাকের নামকরণ করেছেন। ২০২২ সালে 'ডিক্যাপ্রিও'-কে দিয়ে তাদের এ বছরের নামকরণ শুরু হলো।