অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাংলাদেশের জয় ক্রিকেটের জন্য ভালো: রস টেইলর

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৬:০৮ পিএম, ৭ জানুয়ারি ২০২২ শুক্রবার  

রস টেইলর

রস টেইলর

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের রস টেইলর। ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে খেলে বিদায় নিলেও এটাই হতে যাচ্ছে তার শেষ টেস্ট সিরিজ। 

সে সিরিজের প্রথম টেস্টেই বাংলাদেশের কাছে হেরেছে টেইলর। টেস্ট হারে ব্যথিত হলেও টাইগারদের জয়কে ক্রিকেটের জন্য মঙ্গলজনক বলে মন্তব্য করেছেন এই মিডল অর্ডার। 

নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের জয়ে ক্রিকেটের বৃহত্তর স্বার্থই দেখছেন কিউইদের হয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক এ ব্যাটাসম্যান। টেইলরের মতে, টেস্ট ক্রিকেট টিকে থাকার জন্য বাংলাদেশের ভালো করা জরুরি।

শুক্রবার (৭ জানুয়য়ারি) সংবাদমাধ্যমে টেইলর বলেছেন, ‘নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখলে, আমার মনে হয় এটি (বাংলাদেশের জয়) বিশ্ব ক্রিকেটের জন্য ভালো। অবশ্যই আমরা হতাশ যে, তেমন কোনো লড়াই করতে পারিনি। পুরো সময়টায় স্রেফ উড়ে গেছি। তবে আমার মনে হয়, টেস্ট ক্রিকেটের টিকে থাকার জন্য বাংলাদেশের উঠে আসা প্রয়োজন।’

তিনি আরও যোগ করেন, ‘এই জয় থেকে ওরা অনেক আত্মবিশ্বাস পাবে, শুধু এই সফরের জন্য নয়, আগামী কয়েক বছরে নিজেদের সব সফরের জন্যই আত্মবিশ্বাসী হবে ওরা।’