অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ধারে অ্যাস্টন ভিলায় যাচ্ছেন কৌতিনহো 

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৫:১৭ পিএম, ৭ জানুয়ারি ২০২২ শুক্রবার   আপডেট: ০৫:১৭ পিএম, ৭ জানুয়ারি ২০২২ শুক্রবার

ধারে ফিলিপে কৌতিনহোকে অ্যাস্টন ভিলায় পাঠাতে রাজি হয়েছে বার্সেলোনা। ক্যাম্প ন্যু থেকে এ নিয়ে দ্বিতীয়বার ধারে যাচ্ছেন সাবেক লিভারপুল প্লে-মেকার। সেখানে নিজের সাবেক সতীর্থ স্টিফেন জেরার্ডে অধীনে খেলবেন এই ব্রাজিলিয়ান। 

২০১৮ সালে ১৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে অলরেডদের ছেড়ে বার্সায় যোগ দেন কৌতিনহো। তবে অ্যানফিল্ডের ফর্ম ক্যাম্প ন্যুয়ে আনতে পারেননি তিনি।

২০১৯ সালে ধারে বায়ার্ন মিউনিখে যোগ দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। ২০২০ সালে ফের ক্যাম্প ন্যুয়ে ফিরলেও দলে জায়গা পাকাপোক্ত করতে পারেননি। এবার মৌসুমের বাকি সময়ের জন্য ধারে অ্যাস্টন ভিলায় যোগ দিচ্ছেন ২৯ বছর বয়সী তারকা।

নতুন বছরে ভিলা পার্কে নতুন কোচ হিসেবে এসেছেন স্টিভেন জেরার্ড। ফিরেই তিনি হাত বাড়ালেন বন্ধুর দিকে। লিভারপুলে থাকতে জেরার্ডকে সতীর্থ হিসেবে পেয়েছিলেন কৌতিনহো। এবার অ্যাস্টন ভিলায় কোচ হিসেবে সাবেক ইংলিশ মিডফিল্ডারকে পাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা।

মেডিকেল ও ওয়ার্ক পারমিটের পরে কৌতিনহোর চুক্তি মঞ্জুর হবে। এই চুক্তিতে ব্রাজিলিয়ান তারকাকে কেনারও অপশন থাকছে।