চীনের নিজস্ব সূর্য: আসল সূর্যের চেয়ে ৫ গুণ বেশি গরম
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ৬ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার
কৃত্রিম সূর্য তৈরি করেছে চীন
ভবিষ্যতে ক্লিন এনার্জি পাওয়ার জন্য কৃত্রিম সূর্য তৈরি করেছে চীন। এ সূর্য, আসল সূর্যের থেকে ৫ গুণ বেশি তাপ উৎপাদন করতে পারে।
এ সূর্যের কেতাবি নাম হচ্ছে ‘এক্সপেরিয়েন্সিয়াল অ্যাডভান্সড সুপারকন্ডাক্টিং টোকাম্যাক’ বা সংক্ষেপে ইএএসটি। এ সূর্যের ভেতরে রাখা আছে একটি ফিউশন রিয়্যাকটর।
সম্প্রতি একটি পরীক্ষায় এ রিয়্যাক্টরটি সফলতার পরিচয় দিয়েছে। এটি দিয়ে বিজ্ঞানীরা ২০ মিনিট ধরে প্রায় সাত কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপাদন করেছে। এ সূর্যটি নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে এভাবেই নবায়নযোগ্য শক্ত তৈরি করবে। তার জন্য এটি হাইড্রোজেন ও ডিইউটেরিয়াম জ্বালানি হিসেবে ব্যবহার করবে। খবর এনডিটিভি গ্যাজেটস-এর।
সূর্যের মূলকেন্দ্রের তাপমাত্রা হচ্ছে এক কোটি ৫০ লাখ ডিগ্রি সেলসিয়াস। সেদিক থেকে চীনের সূর্য, আদি সূর্যের চেয়ে পাঁচগুণ বেশি শক্তিশালী। এ সূর্য নিয়ে গবেষণা পুরোপুরি সফল হলে বিজ্ঞানীরা ‘অসীম নবায়নযোগ্য শক্তি’ অর্জন সক্ষম হতে পারেন।