অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জাবিতে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট, জাবি

প্রকাশিত: ০৩:২৫ পিএম, ৬ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার  

দেশব্যাপী করোনা পরিস্থিতি বিবেচনায় সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৫ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের এক প্রশাসনিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখনও কোন প্রজ্ঞাপন জারি করা হয়নি।  

রহিমা কানিজ বলেন, দেশব্যাপী করোনার প্রকোপ বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধ থাকবে। আগামী এক সপ্তাহ হলে থেকে অনলাইনে ক্লাস করবে শিক্ষার্থীরা। এসময় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। 

যে সব পরীক্ষা চলছে সেগুলো আরও হল সংখ্যা বাড়িয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করে নেওয়া হবে। যে সব পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে তবে শুরু হয়নি সেগুলোর বিষয়ে দ্রুত সিদ্ধান্ত আসবে।’

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে বড় পরিসরে আইসোলেশান করার কথাও ভাবা হচ্ছে। আপাতত, প্রতি হলে কমপক্ষে চার জন শিক্ষার্থীর জন্য আইসোলেশানের ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনাও দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার থেকে রেফারেন্স নিয়ে সাভার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে একশ টাকায় করোনা পরীক্ষা করা যাবে বলেও জানান তিনি।

এর আগে, গত মঙ্গলবার রাতে হল প্রভোস্ট ও ডিনদের মিটিংয়ে এ ব্যাপারে আলোচনা হয়। ওই আলোচনার প্রেক্ষিতে গতরাতে প্রশাসনিক সভায় বিষয়টি চূড়ান্ত করা হয়।