অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শেষ টেস্ট খেলতে ক্রাইস্টচার্চে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০২:৩৫ পিএম, ৬ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার  

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ইতিহাস গড়া জয়ের পর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে মাউন্ট মঙ্গানুই থেকে ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে ক্রাইস্টচার্চে পৌঁছায় মুমিনুলরা। টিম টাইগার্সের কন্ডিশনিং কোচ নিক লি এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

টিম টাইগার্সের কন্ডিশনিং কোচ নিক লি বলেন, ‘আমরা আজ সকালে ক্রাইস্টচার্চে এসে পৌঁছেছি। ছেলেরা সবাই খুব ভালো মুডে আছে। বে ওভালের জয়টা আমাদের পুরো দলের চেহারাই বদলে দিয়েছে। সফরের শুরু থেকে আমরা বেশ চাপে ছিলাম। কোয়ারেন্টাইন নিয়ে দলের সবাই খুব দ্বিধায় ছিল। কিন্তু, এখন সব চেঞ্জ হয়ে গেছে। উইকেট এবং কন্ডিশন দেখে একাদশ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জয়ের এ টেস্টে খেলার সম্ভাবনা খুব কম। সেক্ষেত্রে আমরা বিকল্পও ভেবে রেখেছি।’

প্রথম টেস্টে জয়ের পর থেকে বেশ ফুরফুরে মেজাজে আছেন ক্রিকেটাররা। বুধবার (৫ জানুয়ারি) সারাদিন উদযাপনেই কাটান সবাই। পরে, আজ সকালে দ্বিতীয় টেস্ট ভেন্যুর উদ্দেশে রওয়ানা দিয়েছিলেন দলের সদস্যরা। 

এর আগে পেসাররা হালকা জিম সেশনে অংশ নিলেও, বাকিরা ছিলেন বিশ্রামে। ক্রাইস্টচার্চে পৌঁছালেও বৃহস্পতিবারই মাঠে নামছেন না মুমিনুল-মুশফিকরা। শুক্রবার (৭ জানুয়ারি) থেকে শেষ টেস্টের জন্য প্রস্তুতি শুরু করবে টিম বাংলাদেশ। 

এদিকে, মাহমুদুল হাসান জয়ের ইনজুরিতে কপাল খুলতে যাচ্ছে নাঈম শেখের। দ্বিতীয় টেস্টে অভিষেক হওয়ার সম্ভবনা রয়েছে তার।