অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জোকোভিচের ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:৩৫ এএম, ৬ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার  

সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। দেশটিতে প্রবেশে উপযুক্ত কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তার ভিসা বাতিল করা হয়েছে। 

বিবিসির প্রদিবেদনে বলা হয়, দুবাই থেকে মেলবোর্ন শহরের বিমানবন্দরে পৌঁছার কয়েক ঘণ্টা পর দেশটিতে প্রবেশের নিয়ম না মানার কথা বলে অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স ঘোষণা করে, তাকে ঢুকতে দেওয়া হবে না। 

ওই ঘোষণার পর তাকে একটি সরকারি হোটেলে নেওয়া হয়েছে এবং বহির্গামী ফ্লাইটের জন্য অপেক্ষা করা হচ্ছে। 
 
এর আগে জোকোভিচ বলেছিলেন, অস্ট্রেলিয়ান ওপেন খেলতে কোভিড-১৯ টিকা সংক্রান্ত স্বাস্থ্যবিধিতে তিনি ছাড় পেয়েছেন। কিন্তু তার টিকা সংক্রান্ত তথ্যের ব্যাপারে তিনি কিছু বলেননি। যদিও গত বছর তিনি বলেছিলেন, তিনি টিকাগ্রহণের বিপক্ষে।

এদিকে টেনিস অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে, দুটি স্বাধীন প্যানেল দিয়ে কঠোর পর্যালোচনা প্রক্রিয়ার মাধ্যমে জোকোভিচকে স্বাস্থ্য ছাড় দেওয়া হয়েছিল। কিন্তু বুধবার তিনি দুবাই থেকে মেলবোর্নে আসলে সমস্যা তৈরি হয়।