বাড্ডা সাব রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির নতুন কমিটি
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ০৬:৪২ পিএম, ৫ জানুয়ারি ২০২২ বুধবার
বাড্ডা সাব রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির নতুন কমিটি
বাংলাদেশ দলিল লেখক সমিতির বাড্ডা সাব রেজিস্ট্রি অফিসের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। দলিল লেখক মো: নজরুল ইসলামকে সভাপতি ও সিনিয়র দলিল লেখক মো: নবী হোসেন রাজুকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়েছে।
বুধবার তেজগাঁ রেজিস্ট্রেশন কমেপ্লেক্স এর নিজস্ব কার্যালয়ে নব গঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাধারণ দলিল লেখকগণ।
নির্বাচিত সভাপতি মো: নজরুল ইসলাম ও সাধারণ সস্পাদক মো: নবী হোসেন রাজুর নেতৃত্বে জেলা রেজিস্টার সাবিকুন নাহার, বাড্ডা সাব রেজিস্টার জাহাঙ্গীর হোসেন এবং গুলশানের সাব রেজিস্টার রমজান আলীকে ফুলের তোড়া দেয়া হয় । এরপর নবনির্বাচিত নেতৃবৃন্দকে মিষ্টি মুখ করানো হয়।
এসময় সিনিয়র সহ সভাপতি আবদুল আজিজ,আবদুল গাফফার, জয়নাল আবেদীন, দীন ইসলাম ও প্রচার সম্পাদক আতিকুর রহমান দর্জী, সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।