চট্টগ্রামে করোনা বাড়ছে
স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
প্রকাশিত: ০১:০৫ পিএম, ৫ জানুয়ারি ২০২২ বুধবার আপডেট: ০১:০৬ পিএম, ৫ জানুয়ারি ২০২২ বুধবার
চট্টগ্রামে প্রতিদনই বাড়ছে করোনা সংক্রমণ। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৫৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩ দশমিক ৩৫ শতাংশ। তবে এ সময় করোনায় কেউ মারা যায়নি।
সিভিল সার্জন কার্যালয়ের আজকের রিপোর্টে এ সব তথ্য জানা যায়।
গত তিন দিনের পরিসংখ্যানে দেখা যায়, করোনাভাইরাসের সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি ১৬, ২ জানুয়ারি ২৩ ও ৩ জানুয়ারি ৩৫ জন নতুন আক্রান্ত হয়েছেন।
রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি, এন্টিজেন টেস্ট ও নগরীর ১০ ল্যাবে গতকাল মঙ্গলবার ১ হাজার ৫৮১ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৫৩ জন পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে শহরের ৪৯ ও তিন উপজেলার ৪ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে সীতাকুণ্ডে ২ জন, রাউজান ও মিরসরাইয়ে ১ জন।
জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লক্ষ ২ হাজার ৭৬৯ জন। সংক্রমিতদের মধ্যে শহরের ৭৪ হাজার ৩৮২ ও গ্রামের ২৮ হাজার ৩৮৭ জন।
করোনায় আক্রান্তদের মধ্যে গতকাল শহর ও গ্রামে কারো মৃত্যু হয়নি। মৃতের সংখ্যা ১ হাজার ৩৩২ জনই রয়েছে। এতে শহরের ৭২৩ ও গ্রামের ৬০৯ জন।