অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টাইগার শিবিরে বড় দুঃসংবাদ, নিউজিল্যান্ড সফর শেষ জয়ের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১:৩৫ পিএম, ৪ জানুয়ারি ২০২২ মঙ্গলবার   আপডেট: ০১:৪৬ পিএম, ৪ জানুয়ারি ২০২২ মঙ্গলবার

নিজের দ্বিতীয় টেস্টেই অনবদ্য এক ইনিংস খেলেছেন মাহমুদুল হাসান জয়। দলও আছে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ার অপেক্ষায়। এমন সুখকর পরিস্থিতির মাঝেই দুঃসংবাদ হয়ে এলো জয়ের ইনজুরি। এই টেস্ট তো বটেই পুরো সিরিজেই আর পাওয়া যাবে না এই ওপেনারকে।

দলের সঙ্গে থাকা ফিজিও বায়েজিদ ইসলাম এক ভিডিও বার্তায় জানিয়েছেন, আজ (মঙ্গলবার) ফিল্ডিং করার সময় আঙুলে চোট পেয়েছেন জয়। চিকিৎসকের পরামর্শে ৭ থেকে ১০ দিন বিশ্রামে থাকতে হবে তাকে।

বায়েজিদ জানান, ‘জয় আজ ফিল্ডিং করার সময় ডান হাতে চোট পেয়েছে, তৃতীয় ও চতুর্থ আঙুলের মাঝখানে। এখানে যিনি চিকিৎসক ছিলেন তিনি সেলাই করে দিয়েছেন। ৩টা সেলাই পড়েছে। ওকে এখন ৭ থেকে ১০ দিন পর্যবেক্ষণে থাকতে হবে। যা যা চিকিৎসা দরকার দেওয়া হয়েছে। এখন পুনর্বাসন করা হবে।’

জয়কে হারানো বড় ধাক্কা হয়ে আসলো টাইগার শিবিরে। কারণ শেষ দিনে লক্ষ্যতাড়ায় এক ব্যাটসম্যান কম নিয়েই নামতে হবে মুমিনুল হকদের।