অ্যাপল এখন ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের কোম্পানি
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৯ এএম, ৪ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
প্রথম কোম্পানি হিসেবে শেয়ার বাজারের মূল্যে তিন ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে অ্যাপল।
এক বিলিয়ন সমান ১০০ কোটি, আর এক হাজার বিলিয়ন মিলে হয় এক ট্রিলিয়ন।
অর্থাৎ অ্যাপল কোম্পানি'র মোট মূল্য এখন তিন হাজার বিলিয়ন মার্কিন ডলার। টাকার হিসেবে এ অংকের পরিমাণ ২৫৮ লাখ ৪৯৩ হাজার কোটি টাকা।
২০০৭ সালে প্রথম আইফোন প্রকাশ্যে আনার পর থেকেই অ্যাপল-এর শেয়ার ৫৮০০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
করোনাভাইরাস প্যানডেমিকে অ্যাপল-এর ব্যবসায় বিপুল পরিমাণে বেড়েছে। কারণ গৃহবন্দী মানুষজন গ্যাজেট, স্মার্টফোন ইত্যাদি ডিজিটাল ডিভাইস বেশি ব্যবহার করেছে। খবর বিবিসি'র।
অ্যাপল-এর ব্যবসায়'র মধ্যে আছ আইফোন; ম্যাকবুক; আইপ্যাড; বিভিন্ন সফটওয়্যার; আইক্লাউড-এর স্টোরেজ; মিউজিক, টেলিভিশন, ও ফিটনেস সাবস্ক্রিপশন সেবা ইত্যাদি।
এর আগে ২০১৮ সালের আগস্ট মাসে এক ট্রিলিয়ন মার্কিন ডলার মূল্যমানের কোম্পানি হিসেবে নাম লেখায় অ্যাপল। ১৯৮০ সালে ১.৮ বিলিয়ন মার্কিন ডলারের কোম্পানি হিসেবে প্রথমবারের মতো শেয়ারবাজারে নাম লেখায় বিশ্বের অন্যতম প্রভাবশালী এ প্রযুক্তি প্রতিষ্ঠানটি।