অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

তবে শেষ দিনও হোক টাইগারদের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:৪৭ এএম, ৪ জানুয়ারি ২০২২ মঙ্গলবার  

শেষ স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে নিজের দায়িত্ব পালন করলেন মেহেদি হাসান মিরাজ। বোলিংয়ে আগুন ঝরালেন এবাদত হোসেন। সে সাথে আগের তিন দিনের মতো চতুর্থ দিনটাও নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। 

চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ড ব্যাট করছে ১৪৭-৫ এ। স্বাগতিকরা এগিয়ে আছে ১৭ রানে। শেষ দিনের সকালে স্বাগতিক জলদি অলাআউট করতে পারলে ইতিহাস গড়ার হাতছানিই আছে টাইগারদের সামনে। 

দিনের শুরুটা দুর্দান্ত করেন ইয়াসির আলী ও মেহেদি হাসান মিরাজ। দুজন মিলে যোগ করেন ৪৫ রান। তবে সাউদির বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়তে হয় মিরাজকে। পরে দ্রুতই ভেঙে পড়ে টাইগার ব্যাটিং লাইনআপ। ৪৪৫-৬ থেকে অলাআউট হয়ে যায় ৪৫৮ রানে। 

১৩০ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। আঁটসাট বোলিংয়ে লাথামদের ভোগাতে থাকেন তাসকিন-শরিফুলরা। এরমাঝে তাসকিনের বলে ইনসাইড এজ হয়ে সাজঘরে ফেরেন কিউই কাপ্তান লাথাম। পরে সাদমানের ক্যাচ বানিয়ে ডেভন কনওয়েকে সাজঘরে পাঠান এবাদত হোসেন। 

টম লাথাম ও ডেভন কনওয়ে সাজঘরে যাওয়ার পর স্বাগতিকদের নিরাপদ জায়গায় নিয়ে যান উইল ইয়ং ও রস টেইলর। মনে হচ্ছিল এই জুটি ভাঙার বুঝি কেউ নেই।

তবে চতুর্থ দিনে নিজের শেষ স্পেলে এসে আগুন ঝরালেন এবাদত। প্রথমেই বোল্ড করলেন উইল ইয়ংকে। এবাদতের গতির কাছেই হার মানেন এই ওপেনার। সে ওভারেই দুর্দান্ত এক ইনসুইং ইয়র্কারে বোল্ড করেন হেনরি নিকোলসকে। 

নিজের পরের ওভারেই আবারও এমন এক ইয়র্কারে ব্যাটসম্যানকে পরাস্ত করেন এবাদত। যার পরের বলেই এলবিডব্লিউর ফাঁদে ফেলেন টম ব্লান্ডেলকে। অবশ্য রিভিউ নিয়েছিলেন এই ব্যাটসম্যান। তবে দেখা যায় বল স্ট্যাম্প ভাঙছে। সাথে সাথে দেখা মেলে এবাদতের স্যালুট উদযাপনের।

নিউজিল্যান্ডের হয়ে এখনও লড়ে যাচ্ছেন রস টেইলর। যার ক্যাচ মিস করেছেন সাদমান ইসলাম। এছাড়াও তাকে রানআউটের সুযোগও পেয়েছিলেন টাইগাররা। এত সাফল্যের মাঝেও যা বাড়াচ্ছে আক্ষেপ। তবে এসব ভুলে চোখ রাখতে হচ্ছে পঞ্চম দিনে। আগের চার দিনের মতো সেদিনও রইলো টাইগারদের দাপট দেখা অপেক্ষা…