এবাদতের অগ্নিঝরা বোলিংয়ে কাঁপছে নিউজিল্যান্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:১০ এএম, ৪ জানুয়ারি ২০২২ মঙ্গলবার আপডেট: ১১:১১ এএম, ৪ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
বিশেষজ্ঞ টেস্ট বোলার ভাবা হলেও কখনো বড় সাফল্যের দেখা পাননি এবাদত হোসেন। তারপরও তার উপর আস্থা রেখেছে দল। সে আস্থারই পূর্ণ প্রতিদান এবাদত দিচ্ছেন বে ওভালে। পরপর দুই ওভারে আগুন ঝরা বোলিংয়ে তুলে নিয়েছেন তিন উইকেট।
টম লাথাম ও ডেভন কনওয়ে সাজঘরে যাওয়ার পর স্বাগতিকদের নিরাপদ জায়গায় নিয়ে যান উইল ইয়ং ও রস টেইলর। মনে হচ্ছিল এই জুটি ভাঙার বুঝি কেউ নেই। কারণ সহজ রানআউট সুযোগও যে মিস করেছিল বাংলাদেশ।
তবে চতুর্থ দিনে নিজের শেষ স্পেলে এসে আগুন ঝরালেন এবাদত। প্রথমেই বোল্ড করলেন উইল ইয়ংকে। এবাদতের গতির কাছেই হার মানেন এই ওপেনার। সে ওভারেই দুর্দান্ত এক ইনসুইং ইয়র্কারে বোল্ড করেন হেনরি নিকোলসকে।
নিজের পরের ওভারেই আবারও এমন এক ইয়রকারে ব্যাটসম্যানকে পরাস্ত করেন এবাদত। যার পরের বলেই এলবিডব্লিউর ফাঁদে ফেলেন টম ব্লান্ডেলকে। অবশ্য রিভিউ নিয়েছিলেন এই ব্যাটসম্যান। তবে দেখা যায় বল স্ট্যাম্প ভাঙছে। সাথে সাথে দেখা মেলে এবাদতের স্যালুট উদযাপনের।
দিনের খেলার আর বাকি ১০ ওভার। নিউজিল্যান্ডের সংগ্রহ ১৪১-৫। স্বাগতিকরা লিড পেয়েছে ১১ রানের। বাকি ৫ উইকেট তাড়াতাড়ি নিতে পারলে ইতিহাস গড়ার হাতছানি আছে মুমিনুলদের সামনে।