দুর্দান্ত দিন শেষ হলো ব্যক্তিগত আক্ষেপে
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:০৩ পিএম, ৩ জানুয়ারি ২০২২ সোমবার
নিউজিল্যান্ডে ৩২ ম্যাচ খেলে কোন জয় নেই বাংলাদেশ। কিন্তু নতুন বছরে ভিন্ন এক দলকে দেখলো টাইগার সমর্থকরা। প্রথম ও দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিনও নিজেদের করে নিয়ে নিয়েছে টাইগাররা। তবে অসীম ধৈর্য্যর পরিচয় দিয়েও মুমিনুল হক ও লিটন দাস সেঞ্চুরি না পাওয়ায় দিনটি শেষ হলো আক্ষেপ নিয়েই।
১৭৫-২ দিয়ে তৃতীয় দিন শুরু করা বাংলাদেশ শেষ করেছে ৪০১-৬ নিয়ে। এর আগে স্বাগতিকরা অলআউট হয় ৩২৮ রানে। অর্থাৎ টেস্টে ৭৩ রানের লিড নিয়েছে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে যা হয়তো কারও কল্পনাতেও ছিলো না।
তৃতীয় দিনের শুরুতেই তরুণ মাহমুদুল হাসান ব্যক্তিগত ৭৮ রানের মাথায় সাজঘরে ফেরান নিল ওয়েগনার। ২২৮ বলে অনবদ্য ৭৮ রান করে হ্যানরি নিকোলসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই তরুণ তুর্কি।
আগের দিন ৭০ রানে অপরাজিত থাকার পর তৃতীয় দিনে কেবল ৮ রান করেই প্যাভিলিয়নে ফেরেন জয়। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে খেলতে নেমেই অর্ধশতক হাঁকানোর পর প্রথম ও আরাধ্য সেই শতকের দিকেই এগিয়ে যাচ্ছিলেন এই তরুণ টাইগার ব্যাটার। তবে ওয়াগনার সেটা হতে দেননি। তার বাউন্সারে শেষ পর্যন্ত জয়ের ইনিংসের ইতি ঘটে।
জয় ফেরার পর অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে ব্যাটিংয়ে নেমেছিলেন মুশি। শুরুটা ভালোও করেছিলেন। তবে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে মাত্র ১২ রান করে ফিরেছেন মুশফিক।
দিনের শুরুতেই জোড়া ধাক্কা কাটে মুমিনুল ও লিটনের ব্যাটে। মাঝে একবার আউট দেওয়া হয় মুমিনুলকে। তবে থার্ড আম্পায়র দেখেন বলটি ছিলো নো বল।
এরপর প্রতিপক্ষকে কোন সুযোগ না দিয়ে শেষ সেশনের ড্রিঙ্কস ব্রেক পর্যন্ত খেলা চালিয়ে যান দুজনে। গড়েন ১৫৮ রানের জুটি। এসময় লিডও পায় বাংলাদেশ। তবে সে জুটি আর লম্বা হয়নি।
মুমিনুল হক তখন খেলছিলেন ৮৮ রানে। ট্রেন্ট বোল্ড বারবার বল ছুঁড়ে যাচ্ছিলেন অফস্ট্যাম্পের বাইরে। এরমাঝেই একটি বল ইনসুইং করে লাগে তার প্যাডে। মনযোগ থাকলে যে কোন ব্যাটসম্যান এভাবে বল ছেড়ে দেওয়ার কথা নয়। তবে টাইগার অধিনায়ক সেটাই করলেন। আর সাজঘরে ফিরলেন সেঞ্চুরি বঞ্চিত হয়ে।
মাঠে তখন নতুন ব্যাটসম্যান ইয়াসির আলিকে নিয়ে লিটন দাস পারতেন দিনটি পার করে দিতে। দলকে ভালো অবস্থানে নেওয়ার পাশাপাশি নিজের শতক আদায়ও করতে পারতেন। তবে বোল্টের অফ স্ট্যাম্পের অনেক বাইরের বলে ব্যাট চালাতে গিয়ে আউট হন ৮৬ রানে। যে শটে কোন ফুটওয়ার্ক ছিলো না লিটনের।
দুজন সেট ব্যাটসম্যান ফিরে গেলেও বাকিটা সামলে নেন ইয়াসির আলী ও মেহেদী হাসান মিরাজ। আর কোন উইকেট না হারিয়ে দিন শেষ করতে পেরেছে টাইগাররা।