এবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলো সুশান্তে পরিবার
প্রকাশিত: ০৭:১৫ পিএম, ১ আগস্ট ২০২০ শনিবার
বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য দিন দিন যেন জটিল থেকে জটিলতর হচ্ছে। সুশান্তের সর্বশেষ প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর করার পর এবার ন্যায়বিচারের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চাইলো অভিনেতার পরিবার।
সুশান্তের বোন শ্বেতা সিং কীর্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে তিনি লেখেন, ‘প্রিয় স্যার, আমার হৃদয় বলছে আপনি সত্যের পাশে দাঁড়াবেন। আপনার মতো আমরাও আমরা খুব সাধারণ পরিবার থেকে আজকের পর্যায়ে এসেছি। বলিউডে থাকাকালীন আমার ভাইয়ের কোনও গডফাদার ছিল না বা এখনো আমাদের কেউ নেই। আপনার কাছে আমার অনুরোধ, বিষয়টিতে আপনি হস্তক্ষেপ করুন যাতে আমরা ন্যায়বিচার পাই।’
১৪ জুন নিজের এপার্টমেন্টে ঝুলন্ত অবস্থায় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মরদেহ উদ্ধার করে মুম্বাই পুলিশ। প্রাথমিকভাবে আত্মহত্যা ধরে নিয়ে তদন্তেও নামে তারা। এ পর্যন্ত সঞ্জয় লীলা বানসালি, মহেশ ভাট, আদিত্য চোপড়া, প্রেমিকা রিয়া চক্রবর্তী, সাবেক প্রেমিকা অঙ্কিতা লোখান্ডেসহ অনেককে জিজ্ঞাসাবাদ করেছে তারা।
কিন্তু গেলো সপ্তাহে সুশান্তের বাবা কেকে সিংহ সুশান্তের প্রেমিকা রিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করলে পরিস্থিতি বদলে যায়। উঠে আসতে শুরু করে নানা চাঞ্চল্যকর তথ্য। অর্থ হাতিয়ে নেওয়া, সুশান্তের মেডিক্যাল রিপোর্ট ফাঁস করে দেওয়ার হুমকি দেওয়া থেকে শুরু করে বেশকিছু অভিযোগ আনা হয়েছে রিয়ার বিরুদ্ধে।
এদিকে, মুম্বাই পুলিশ নাকি বিহার পুলিশ? কারা এই মামলার তদন্ত করবে, সংকট তৈরি হয়েছে তা নিয়েও। সুশান্তের পরিবার চাইছে বিহার পুলিশ মামলার দায়িত্ব নিক। কারণ মুম্বাই পুলিশের ওপর ভরসা করতে পারছে না। অন্যদিকে রিয়া চক্রবর্তীর চাইছেন মুম্বাই পুলিশই ফয়সালা করুক মামলার। ভারতের কেন্দ্রিয় তদন্ত সংস্থা সিবিআই-এর তদন্তও দাবি করেছেন কেউ কেউ।
এমন চাওয়া এবং পাল্টা চাওয়ার মধ্যে মুম্বাই যে রাজ্যের শহর সেই মহারাষ্ট্রের মূখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে বলেছেন, এই মামলার তদন্ত করার জন্য মুম্বাই পুলিশ যথেষ্ট পরিমাণে দক্ষ এবং আন্তরিক। তাদের প্রশ্নবিদ্ধ করার কোনও সুযোগ নেই।