অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে সাকিব-মুশফিক-মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৩:১৬ পিএম, ২ জানুয়ারি ২০২২ রোববার  

২০২১ সালের টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ পারফরম্যান্স খরায় ভূগলেও ওয়ানডে ফরম্যাটে বরাবরের মতোই ছিল উজ্জ্বল। দারুণ পারফরম্যান্স করে তাই ক্রিকেটবিষয়ক জনপ্রিয় গণমাধ্যম ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ দলের সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মোস্তাফিজুর রহমান।

এই তালিকায় বাংলাদেশের পাশাপাশি তিনজন জায়গা পেয়েছেন আয়ারল্যান্ড থেকেও। এছাড়া শ্রীলঙ্কা ও পাকিস্তান থেকে দুইজন করে এবং দক্ষিণ আফ্রিকার একজন। মূলত এ বছর অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলগুলোর চেয়ে বেশি ওয়ানডে খেলায় আয়ারল্যান্ডের এত ক্রিকেটারের জায়গা হয়েছে। 

সাকিব আল হাসান ৯ ওয়ানডে খেলে ৩৯.৫৭ গড়ে করেছেন ২৭৭ রান। নিয়েছেন ১৭ উইকেট। মুশফিকুর রহিম ১২ ম্যাচ খেলে ৫৮.১৪ গড়ে করেছেন ৪০৭ রান। এছাড়া মোস্তাফিজুর রহমান ১২ ম্যাচে ২১ গড়ে নিয়েছেন ১৮ উইকেট।   

একাদশে ওপেনার হিসেবে আছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও পাকিস্তানের ফখর জামান। তিন নম্বর ও অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে বাবর আজমকে। চার নম্বরে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকার ভেন ডার ডাসেন। 

৫ ও ৬ নম্বরে রাখা হয়েছে সাকিব ও মুশফিককে। তারপরেই আছেন শ্রীলঙ্কার ওয়াহিন্দু হাসারাঙা। ৮ ও ৯ নম্বরে আছেন দুই আইরিশ সিমি সিং ও জস লিটল। আর শেষ দুইজন হলে লঙ্কান দুষ্মান্ত চামিরা ও মোস্তাফিজুর রহমান। 

ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশ

পল স্টার্লিং, ফাখার জামান, বাবর আজম, ভেন ডার ডাসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ওয়াহিন্দু হাসারাঙ্গা, সিমি সিং, জস লিটল, দুষ্মান্ত চামিরা ও মোস্তাফিজুর রহমান।