জয়-শান্তর ব্যাটে দ্বিতীয় দিন বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫৩ এএম, ২ জানুয়ারি ২০২২ রোববার
দেশের মাটিতে টেস্ট অভিষেকে সফল হননি মাহমুদুল হাসান জয়। তবে নিউজিল্যান্ডের মাটিতে দ্বিতীয় টেস্টেই নিজের যোগ্যতার জানান দিচ্ছেন এই ডানহাতি ওপেনার। সাথে নাজমুল হোসেনের শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে বে ওভালে দ্বিতীয় দিন নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের স্কোর ১৭৫-২। এর আগে স্বাগতিকদের ৩২৮ রানে থামায় টাইগার বোলাররা।
৫ উইকেট হারিয়ে ২৫৮ রান নিয়ে দিন শুরু করে নিউজিল্যান্ড। হেনরি নিকোলস ৩২ আর রাচিন রবীন্দ্র ০ রানে দ্বিতীয় দিন শুরু করেন। তবে নতুন ব্যাটসম্যান রবীন্দ্রকে সেট হতে দেননি শরিফুল। তার একটু ভেতরে ঢোকানো বলে ফরোয়ার্ড ডিফেন্স করেছিলেন রাচিন। কিন্তু বল ব্যাটে চুমু খেয়ে চলে যায় তৃতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে। সেখানে সাদমান কোনো ভুল করেননি। ক্যাচ নিয়ে শরিফুলকে তৃতীয় উইকেটের স্বাদ দেন তিনি। রাচিন ফেরেন ৪ রান করে।
উইকেটের ফায়দা নিয়ে মিরাজ পান তার দ্বিতীয় আর তৃতীয় সাফল্য। কাইল জেমিনসনের পর তার শিকার টিম সাউদি ও নেইল ওয়েগনার। টিম সাউদি (৬) তার বল উড়াতে গিয়ে শর্ট মিড উইকেটে মুমিনুলের হাতে ক্যাচ দেন। নতুন ব্যাটসম্যান ওয়েগনার (০) তার বল ফরোয়ার্ড ডিফেন্স করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন। কিন্তু বাংলাদেশের আবেদনে সাড়া দেননি আম্পায়ার ক্রিস গ্রাফিনি। রিভিউ নিয়ে ওয়েগনারের উইকেট পান মিরাজ।
হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু বোল্ট মিরাজের বল দেখেশুনে খেলেন। পরে নিকোলস ৭৫ রান করে মুমিনুলের দ্বিতীয় শিকারে পরিণত হলে ৩২৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস।
পরে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। দুর্দান্ত এক বল করেই নিজেই সাদমানের ক্যাচ নেন নিল ওয়েগনার। পরে শান্ত ও জয়ের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলদেশ।
দুজনের ১০৪ রানের জুটিতে দলকে মজবুত অবস্থানে নিয়ে যান এ্ই দুই ব্যাটসম্যান। এর মাঝে নিজের প্রথম অর্ধশতক তুলে নেন জয়্। দিনশেষে তিনি অপরাজিত আছেন ২১১ বলে ৭০ রান করে।
এদিকে শান্ত তুলে নেন নিজের তৃতীয় টেস্ট অর্ধশতক। তবে ইনিংস লম্বা করতে পারেননি এই বাঁহাতি ব্যাটসম্যান। নিল ওয়েগনারের বলে ক্যাচ দেন উইল ইয়ং এর হাতে। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৬৪ রান।
দিনের শেষ দিকে উইকেট হারালেও দলকে স্বস্তির দিন উপহার দেন মুমিনুল হক ও জয়। ২৮ রানের জুটিতে অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করেন দুজন।