যুক্তরাষ্ট্রের কলোরাডোতে দাবানলে কয়েকশ বাড়ি পুড়ে ছাই
ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশিত: ০৪:২১ পিএম, ১ জানুয়ারি ২০২২ শনিবার
যুক্তরাষ্ট্রের কলোরাডোতে দাবানলে ৫০০-এর মতো স্থাপনা পুড়ে গেছে, যার মধ্যে বেশিরভাগই মানুষের বসতবাড়ি।
দাবানলের কারণে রাজ্যটি থেকে ৩০ হাজার মানুষকে সরে যেতে হয়েছে।
এ সপ্তাহে লাগা ওই দাবানল কলোরাডো'র ইতিহাসে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালিয়েছে। দাবানলকে সঙ্গ দিয়েছে ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া বাতাস।
স্থানীয় বাসিন্দা হিদার ডিওরো তার স্বামীসহ আগুন নেভার পর এলাকায় ফিরে এসে নিজেদের বাড়ির ভস্ম ছাড়া আর কিছু পাননি। তার স্বামীর ভাষায়, 'আমরা এখানে ৩৫ বছর বাস করেছি, আর এখন আমাদের সব শেষ হয়ে গেল।' এরকম দুর্ভাগ্যই বরণ করতে হয়েছে এখানকার কয়েকশ বাসিন্দাকে।
এর আগে ২০২০ সালে তিনটি বড় দাবানলের মুখে পড়ে। ওই আগুন কয়েক দিন বা সপ্তাহ ধরে জ্বলেছিল। কিন্তু বৃহস্পতিবারের (৩০ ডিসেম্বর) আগুন প্রায় শহরের উপকণ্ঠে চলে আসে। দিন অর্ধেক পার হওয়ার আগেই আগুনে অনেক ঘরবাড়ি আর দোকানপাট পুড়ে ছাই হয়ে যায়।
জলবায়ু পরিবর্তনের কারণে যুক্তরাষ্ট্রে ক্রমশ দাবানলের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যাচ্ছে।