অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সরকারি চাকরিজীবী পাত্র না পাওয়ার অবসাদে আত্মহত্যা!

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০২১ শুক্রবার  

বিয়ের জন্য সরকারি চাকরিজীবী পাত্র না পাওয়ায় 'অবসাদে আত্মহত্যা করেছেন' ভারতের এক তরুণী।  

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, কলকাতার মুর্শিদাবাদের কান্দিতে শিল্পী ঘোষ নামে ওই তরুণী পড়াশোনা শেষ হওয়ার পর দীর্ঘদিন ধরেই তার জন্য পাত্রের খোঁজ চলছিল। তার শর্ত ছিল, পাত্রকে সরকারি চাকরিজীবী হতে হবে।

দেশটির পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ তার পরিবার ঝুলন্ত দেহ দেখতে পান। এরপর তারাই খড়গ্রাম থানায় খবর দেন। পুলিশ এসে গলায় গামছার ফাঁসে শিল্পীর ঝুলন্ত দেহ উদ্ধার করেন। এর পর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিল্পীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

শিল্পী আত্মহত্যা করেছেন বলে পুলিশের কাছে দাবি করেছে তার পরিবার। এ নিয়ে তদন্ত শুরু করেছে খড়গ্রাম থানা। 

বড় ভাইয়ের একমাত্র মেয়ের মৃত্যুতে হতবাক শিল্পীর চাচা সঞ্জীব মণ্ডল। তিনি বলেন, ‘স্নাতক স্তরের পড়াশোনা শেষ করার পর থেকেই শিল্পীর জন্য পাত্রের খোঁজ করছিলেন দাদা। তবে জমিজায়গা, টাকাপয়সা রয়েছে, এমন পাত্রদের দেখাশোনা করা হলেও সরকারি চাকুরিজীবী পাত্র ছাড়া বিয়েতে রাজি হয়নি শিল্পী।

এমন ঘটনায় শোকাহত শিল্পীর গ্রামের বাসিন্দা চন্দন ঘোষও। তার দাবি, কোনও প্রেমঘটিত সম্পর্ক ছিল না শিল্পীর। চন্দনের কথায়, ‘শিল্পী আমার বোনের মতো ছিল। গ্রামের সকলে ওকে একডাকে ভাল মেয়ে বলে চেনে। ওর বিরুদ্ধে গ্রামের কারও কোনও অনুযোগ পর্যন্ত নেই। অনেক দিন ধরে পর পর বিয়ের জন্য দেখাশোনা চললেও সরকারি পাত্র ছাড়া বিয়ে করতে রাজি হয়নি শিল্পী। হয়তো সে জন্য ওর মানসিক চাপ বাড়ছিল। হয়তো চেয়েছিল, বিয়ের পর ভাল ভাবে থাকবে। তবে কপালে না থাকলে যা হয়!’