সুস্থ আছেন সৌরভ গাঙ্গুলি, আজই ফিরতে পারেন বাড়ি
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:৪০ পিএম, ৩১ ডিসেম্বর ২০২১ শুক্রবার
সুস্থ আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তার শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। রাতে ভাল ঘুম এবং খাওয়া স্বাভাবিক রয়েছে তার এমনটাই জানা গেছে হাসপাতাল সূত্রে।
সৌরভ যেদিন হাসপাতালে ভর্তি হন সেদিন তাকে ডক্সিসাইক্লিন জাতীয় অসুধ দেওয়া হয়। এরসঙ্গেই তাকে ককটেল অ্যান্টিবডি দেওয়া হয়। এরপরেই জানা যায় সৌরভ সম্ভবত অমিক্রন আক্রান্ত নন।
অমিক্রন আক্রান্ত হলে চিকিৎসায় যা সাড়া দেওয়ার কথা, তার থেকে ভাল সাড়া দিয়েছে দাদা। পরবর্তীকালে সর্দি জমে থাকার সমস্যারও সমাধান হয় তার।
আগের থেকে অনেক বেশি সুস্থ রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। স্বাভাবিক খাওয়া দাওয়া করছেন তিনি। একইসঙ্গে প্রেসার, পালস রেট সব স্বাভাবিক আছে তার। এরফলেই জোরদার হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি ফেরার সম্ভবনা। বর্তমানে হাসপাতালে এসেছে তার গাড়ি।
বৃহস্পতিবার হাসপাতাল থেকেই সেঞ্চুরিয়ানে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট নজর রেখেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কোহলিদের জয়ের পর টুইটও করেন তিনি। টুইটে দাদা লিখেছেন, 'দারুণ জয় টিম ইন্ডিয়ার। এই ফলাফলে আমি একেবারেই অবাক হইনি। ভারতকে এই সিরিজে হারানো কঠিন হতে চলেছে। দক্ষিণ আফ্রিকাকে নিজের ক্ষমতা বাইরে গিয়ে খেলতে হবে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা'।