অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কাঠবিড়ালির কামড়ে অতিষ্ঠ গ্রামবাসী

সাতরং ডেস্ক

প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার  

স্ট্রাইপ

স্ট্রাইপ

যুক্তরাজ্যের ওয়েলস-এ একটি কাঠবিড়ালির কামড়ে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন পুরো গ্রামবাসী। এমনকি তাদের অনেককে হাসপাতালেও যেতে হয়েছিল।

বাকলি নামের ওই গ্রামে ক্রিসমাসের সময় ওই কাঠবিড়ালিটি টানা দুইদিন হামলা চালিয়ে ১৮ জন গ্রামবাসীকে কামড়ে আহত করেছিল।

স্ট্রাইপ নামের ওই কাঠবিড়ালিটি শুধু মানুষকে কামড়ে ক্ষান্ত হয়নি, বিড়ালের সাথেও সমানে পাল্লা নিয়েছে। পরে অবশ্য ধরা পড়ে হতচ্ছাড়া স্ট্রাইপ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দ্য ইভিনিং স্ট্যান্ডার্ড।

স্থানীয় গ্রামবাসীদের ফেইসবুক গ্রুপে নিজেদের এই হরর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন অনেকে। স্কট ফেল্টন নামের একজন জানিয়েছেন, নিজের বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাওয়ার সময় ওই কাঠবিড়ালি তাকে হঠাৎ আক্রমণ করে বসে। তিনি হাসপাতালে গিয়ে টিকাও নিয়ে এসেছেন।

পরে অবশ্য করিন রেনল্ডস নামের একজন স্থানীয় ব্যক্তি বাদামের ফাঁদ পেতে স্ট্রাইপকে বন্দী করেন। তা-তে স্বস্তির নিঃশ্বাস ছেড়েছেন বাকলি'র বাসিন্দারা। রেনল্ডস স্ট্রাইপকে রয়াল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলটি টু অ্যানিমেলস (আরএসপিসিএ)-এর হাতে তুলে দেন।

পরে কাঠবিড়ালিটিকে কষ্ট না দিয়ে মেরে ফেলা হয়। কারণ ২০১৯ সালের আইন অনুযায়ী ধরা পড়া ধূসর কাঠবিড়ালিকে আবার পরিবেশে ছেড়ে দেওয়া অবৈধ।