আরেকটি গণবিলুপ্তির মুখে পড়তে পারে পৃথিবী
ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশিত: ০৫:২২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার
ডাইনোসরের পর বিশ্ব সবচেয়ে বড় গণবিলুপ্তির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড (ডব্লিউডব্লিউএফ)-এর জার্মান শাখা।
বুধবার (২৯ ডিসেম্বর) সংস্থাটি জানায়, বৈশ্বিক পরিবেশগত হুমকির ক্রমাগত বৃদ্ধির কারণে অনেক গাছপালা ও প্রাণী বর্তমানে বিলুপ্ত হওয়ার হুমকিতে রয়েছে। এর ফলে, আগামী এক দশকের মধ্যে ডাইনোসরের পর সবচেয়ে বড় গণবিলুপ্তির মুখে পড়তে পারে পৃথিবী।
এদিন সংস্থাটি 'উইনার্স অ্যান্ড লুজার্স অব ২০২১' নামের একটি তালিকা প্রকাশ করে। যেসব প্রাণীর অস্তিত্ব বর্তমানে বিলুপ্তির মুখে এবং যেসব প্রাণী সংরক্ষণ করার ক্ষেত্রে মানুষ সফল হয়েছে তাদের নাম প্রকাশ করা হয় এ তালিকায়। খবর ডয়েচে ভেল-এর।
বর্তমানে বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের প্রায় এক লাখ ৪২ হাজার ৫০০টি প্রজাতি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচার (আইইউসিএন)-এর লাল তালিকার রয়েছে। এগুলোর মধ্যে বিলুপ্তির হুমকিতে আছে ৪০ হাজার প্রজাতি।