অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আইসিসির বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের মনোনয়ন পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৪:০৮ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার  

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

২০২১ সালের আইসিসি বর্ষসেরা সেরা ওয়ানডে খেলোয়াডের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সেই তালিকায় জায়গা পেয়েছেন দেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এই তালিকা প্রকাশ করেছে আইসিসি। সেরা ওয়ানডে খেলোয়াড হিসেবে সাকিব ছাড়াও আরও ৩ জন ক্রিকেটার মনোনয়ন পেয়েছেন। তারা হলেন- পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, দক্ষিণ আফ্রিকার জানেমান মালান ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং।

২০২১ সালে মোট ৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। এতে ব্যাট হাতে করেছেন ৩৯.৫৭ গড়ে ২৭৭ রান। ফিফটি রয়েছে দুটি। আর বল হাতে ১৭.৫২ গড়ে উইকেট শিকার করেছেন ১৭টি।

বর্তমানে আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে সেরা ব্যাটসম্যান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তিনি ২০২১ সালে মোট ৬টি ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। এতে ৬৭.৫০ গড়ে তার রান ৪০৫।

২০২১ সালে ব্যাট হাতে বেশ উজ্জ্বল ছিলেন দক্ষিণ আফ্রিকার জানেমান মালান। তিনি ম্যাচ খেলেছেন ৮টি। এতে ৮৪.৮৩ গড়ে রান করেছেন ৫০৯। আর আয়ারল্যান্ডের পল স্টার্লিং ১৪ ম্যাচে ৭৯.৬৬ গড়ে করেছেন ৭০৫ রান।