জার্মানদের অদ্ভুত দর্শন
সাতরং ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ২ নভেম্বর ২০২০ সোমবার আপডেট: ১১:২৭ পিএম, ২ নভেম্বর ২০২০ সোমবার
কথায় আছে ‘এক দেশের বুলি আরেক দেশের গালি’। দুই অঞ্চলের ভাষাগত পার্থক্য বোঝাতে এই প্রবাদ খুবই জনপ্রিয়। তবে শুধু ভাষায় নয়, সংস্কৃতি ও দর্শনের ক্ষেত্রেও অনেক পার্থক্য থাকে দেশভেদে। ইউরোপের দেশ জার্মানিতেই যেমন এমন কিছু নিয়ম বা দর্শন আছে যা পাঠকদের অবাক করবে। সেগুলোর কয়েকটি তুলে ধরা হলো।
অনেক জার্মান মনে করেন খোলা জানালা অসুখ নিয়ে আসে। অর্থাৎ জানালা খোলা থাকলে বাতাসের সাথে ঘরে রোগ-বালাই প্রবেশ করে। ফলে মনোরম পরিবেশেও জার্মানদের জানালা খুব আঁটসাঁটভাবে বন্ধ থাকে।
আমাদের দেশে অনেক সময় জন্মদিন আগে বা পরেও পালন করা হয়। কিন্তু জার্মানরা কখনই আগাম জন্মদিন উদযাপন করেনা। কারণ এটাকে তারা দুর্ভাগ্য মনে করে। জার্মান একটা প্রবাদ আছে, যেখানে বলা হয় ‘ডিমপাড়ার আগে আপনার মুরগীকে গোনায় ধরবেন না’। এই দর্শন থেকে তারা মনে করে যদি আগাম জন্মদিন পালন করা হয়, তবে জন্মদিনের আগেই সে ব্যক্তি মারা যাবে।
জার্মানরা বিশ্বাস করে যদি নিজের মৃত কুকুরকে ঘরের ঠিক সামনেই জ্বালিয়ে দেয়া হয়, তবে কুকুরটি ভূত হয়ে ঘরকে রক্ষা করবে।
কোনো জার্মান বন্ধুর সাথে দেখা হলে হাত নেড়ে হাই না বলে কোনো টেবিলে টোকা দিন। জার্মানরা বিশ্বাস করে টেবিলে টোকা দেয়া মানে শুভকামনা জানানো। কেননা শয়তান ‘পবিত্র’ টেবিল স্পর্শ করতে পারেনা!
আর যাই করুন না কেন, জার্মানদের সাথে কোন কিছুর উদযাপন কোনো পানীয় দিয়ে করবেন না। এটি করার অর্থ আপনি আপনার মদ্যপানের সাথীদের মৃত্যু কামনা করছেন!
সূত্র: টেকলেসন