অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২য় সপ্তাহেও কেজিএফ-এর চেয়ে বেশি আয় করলো আল্লু অর্জুনের পুষ্পা

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ০২:৩১ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার  

পুষ্পা: দ্য রাইজ

পুষ্পা: দ্য রাইজ

দক্ষিণ ভারতের সিনেমা হিসেবে বলিউডে রেকর্ড পরিমাণ অর্থ আয় করেছে আল্লু অর্জুনের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা 'পুষ্পা: দ্য রাইজ'।

মুক্তি পাওয়ার ১৩ দিনের মাথায় সাড়ে ৪৫ কোটি রুপি আয় করে ফেলেছে 'পুষ্পা'র হিন্দি ভার্সনটি। এমনকি এটি ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ভারতের অন্যতম জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা কেজিএফ (হিন্দি)-এর রেকর্ডও ভেঙে দিয়েছে।

প্রসঙ্গত, দক্ষিণ ভারতের সিনেমাগুলো যখন ভারতের অন্যান্য অঞ্চলে মুক্তি দেওয়া হয় তখন সেগুলোকে ওসব অঞ্চলের ভাষায় ডাব করা হয়। তেমনিভাবে হিন্দিভাষী দর্শকদের জন্য হিন্দিতে মুক্তি দেওয়া হয় এ সিনেমাগুলো। অনেক ক্ষেত্রে ইংরেজি ভাষাতেও মুক্তি পায় ভারতের অনেক সিনেমা।

বলিউড লাইফ-এর প্রতিবেদন অনুযায়ী, হিন্দি সিনেমার দর্শকদের কাছে কেজিএফ-এর জনপ্রিয়তা এত দ্রুত নতুন কোনো সিনেমা ভেঙে ফেলবে তা অনেকেই আশা করেননি। ২০১৮ সালে কেজিএফ-এর হিন্দি ভাষার ডাবড আর্সনটি মুক্তি পাওয়ার প্রথম সপ্তাহে ২১ কোটি ৪৫ লাখ রুপি এবং পরের সপ্তাহে ১১ কোটি ৫০ লাখ রুপি আয় করে।

অর্থাৎ মুক্তির দুই সপ্তাহে বলিউডের বাজার থেকে ৩৩ কোটি রুপি আয় করেছিল কেজিএফ (হিন্দি)। সে দিক থেকে দুই সপ্তাহে হিন্দিভাষী দর্শকদের বাজার থেকে ৪৫ কোটি রুপি আয় করে কেজিএফ-কে অনেক পেছনে ফেললো 'পুষ্পা'।

দক্ষিণের অন্যতম জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের 'পুষ্পা' মুক্তি পাওয়ার সময় ভারতের বাজারে চলছিল 'স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম'। তাতেও 'পুষ্পা'র ব্যবসায় কোনো আঘাত লাগেনি।

‘পুষ্পা’ সিনেমার গল্পটি লাল চন্দন কাঠের অবৈধ বাণিজ্যকে ঘিরে আবর্তিত হয়েছে। তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে এটি। এই সিনেমার জন্য আল্লু অর্জুন নিজেকে আগাগোড়া বদলেছেন। স্টাইলিশ রূপ ছেড়ে ধারণ করেছেন ভিন্ন অবয়ব। সিনেমাটিতে তার বিপরীতে আছেন ভারতের জাতীয় ক্রাশ রাশমিকা মান্দানা। এছাড়া জনপ্রিয় মালায়লাম অভিনেতা ফাহাদ ফাসিলও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।