অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মোগলদের শরণার্থী হিসেবে অভিহিত করে ট্রলের শিকার নাসিরুদ্দিন শাহ

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ০১:৫১ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার  

নাসিরুদ্দিন শাহ

নাসিরুদ্দিন শাহ

বলিউডের অভিনেতা নাসিরুদ্দিন শাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হয়েছেন।

সম্প্রতি তার একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। ওই সাক্ষাৎকারে তাকে মোগলদের ভারতবর্ষের শরণার্থী হিসেবে অভিহিত করতে শোনা যায়।

ছোট ওই ভিডিও ক্লিপটিতে দেখা যায় শাহ বলছেন, মোগলরা ভারতবর্ষকে নিজেদের নতুন ঠিকানা হিসেবে তৈরি করতে চেয়েছিল। তারা ভারতবর্ষকে তাদের দীর্ঘস্থায়ী স্মৃতিস্তম্ভ এবং তাদের নাচ, সঙ্গীত, চিত্রকর্ম ও সাহিত্যের ঐতিহ্য দিয়ে গেছে।

তার এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সমালোচনা করেছেন নেটিজেনরা। তারা বলছেন মোগলেরা ভারতবর্ষের শরণার্থী নয় বরং আক্রমণকারী হিসেবে এসেছিল।

এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের মুখে পড়েছিলেন বলিউডের এই প্রবীণ অভিনেতা। আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলকে ভারতের কিছু মুসলিম উদযাপন করলে তিনি এর সমালোচনা করেন। তাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার বিরুদ্ধে ক্ষুণ্ণ হয়েছিলেন।