অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মেটায় যাওয়া ঠেকাতে ইঞ্জিনিয়ারদের মোটা বোনাস দিচ্ছে অ্যাপল

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৭:১৬ পিএম, ২৯ ডিসেম্বর ২০২১ বুধবার  

ফেইসবুকের মালিক কোম্পানি মেটা’য় যাওয়া ঠেকাতে অ্যাপল এর সেরা হার্ডওয়্যার ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের বিপুল অংকের বোনাস দিচ্ছে।

এই বোনাস হিসেবে ওই প্রকৌশলীদের কোম্পানির শেয়ার প্রদান করছে অ্যাপল। অর্থের হিসেবে বোনাসের পরিমাণ ৫০ হাজার ডলার থেকে এক লাখ ৮০ হাজার ডলারের (দেড় কোটি টাকা) মধ্যে।

জাকারবার্গের মেটাভার্স তৈরি করার জন্য মেটা ১০ হাজারের মতো ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে। ইতোমধ্যে অ্যাপল থেকে শখানেক ইঞ্জিনিয়ার মেটায় যোগ দিয়েছে। খবর ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ার-এর।

মেটার এই ইঞ্জিনিয়ার শিকার থামাতে এভাবে লোভনীয় বোনাস দেওয়ার পরিকল্পনা করেছে অ্যাপল। এতে রাজি হলে ওই ইঞ্জিনিয়ারদের আরও অনেক বছর অ্যাপল-এর সাথে কাজ করতে হবে।