অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইসরায়েলে ৮০০০ বছরের জন্য আটকা পড়লেন অস্ট্রেলীয় নাগরিক

সাতরং ডেস্ক

প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২৯ ডিসেম্বর ২০২১ বুধবার  

ইসরায়েলে বাস করা একজন অস্ট্রেলিয়ান নাগরিককে দেশত্যাগে ৮০০০ বছরের জন্য নিষেধাজ্ঞা দেওযা হয়েছে।

৪৪ বছর বয়সী নোয়াম হুপার্ট আগামী ৩১ ডিসেম্বর ৯৯৯৯ সাল পর্যন্ত ইসরায়েল ত্যাগ করতে পারবেন না যতক্ষণ না তিনি তার প্রাক্তন স্ত্রীকে ১৮ লাখ পাউন্ড বা প্রায় ২০ কোটি ৮০ লাখ টাকা পরিশোধ না করেন।

নিজেদের দুই সন্তানের জন্য প্রতি মাসে এক লাখ ৩৮ হাজার টাকা করে দেওয়ার জন্য ইসরায়েলের একটি পারিবারিক আদালত হুপার্টকে আদেশ দিয়েছেন। তার সন্তানেরা ১৮ বছর না হওয়া পর্যন্ত তাকে এ পরিমাণ অর্থ নিয়মিত পরিশোধ করতে হবে। অর্থ পরিশোধ না করলে তিনি ইসরায়েল ত্যাগ করতে পারবেন না। খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।

২০১২ সালে হুপার্টের ইসরায়েলি স্ত্রী নিজ দেশে প্রত্যাবর্তন করেন। তখন তাদের দুই সন্তানের বয়স তিন মাস ও পাঁচ বছর ছিল। ২০১২ সালে হুপার্ট ইসরায়েল যান। এরপর থেকে তিনি আদালতের আদেশের কারণে কখনো ইসরায়েল ত্যাগ করতে পারেননি।