অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

যে অ্যাপ ব্যবহার করে ফ্রি-তে বিদেশি ভাষা শিখতে পারবেন

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ২৭ ডিসেম্বর ২০২১ সোমবার  

আজকাল মাতৃভাষা ও ইংরেজির পাশাপাশি বিদেশি আরেকটি ভাষা শেখাটা বিশেষ গুরুত্ব পাচ্ছে। একটি বিদেশি ভাষা শিখলে আপনি চাকুরির বাজারে অগ্রাধিকার পাবেন। অনেকে অবশ্য শখ করেই যেকোনো বিদেশি ভাষা শেখা শুরু করেন।

বিশেষত শিক্ষার্থীদের জন্য ইংরেজির পাশাপাশি আরেকটি বিদেশি ভাষা শিখে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এতে যেমন বর্তমানে সিভি ভারি হয়, তেমনিভাবে ভবিষ্যতে বাইরে পড়তে গেলেও বিশেষ সুবিধা পাওয়া যায়।

অনলাইনের এ যুগে আদতে ঘরে বসেই আপনি একটি নতুন ভাষা শিখতে পারবেন। স্রেফ অবসর সময়ে দৈনিক কিছুক্ষণ করে সময় দিলেই ধীরে ধীরে ওই ভাষা নিয়ে আপনার অনেককিছুই জানা হবে। হয়তো খুব আন্তরিকতার সঙ্গে নিয়মিত চর্চা না করলে অনলাইনের মাধ্যমে ভাষা শেখাটা পুরোপুরি হয়ে উঠে না, কিন্তু আপনি দৃঢ়চিত্তের হলে একটা সময় পর দেখা যাবে আপনি আরেকটি বিদেশি ভাষায় দুচারটে কথা বলতে পারেন, ৯০ ভাগ কথা বুঝতে পারেন। এটিই-বা কম কিসের? সামাজিক যোগাযোগমাধ্যমে বা মোবাইলে সময় অপচয় না করে তা ভাষা শেখার কাজে লাগালে সেটাই হবে বুদ্ধিমানের কাজ।

আজকাল ইউটিউবেই ভাষা শেখানোর বিভিন্ন ভিডিও পাওয়া যায়। কিন্তু সেগুলো সাজানোগোছানো নয়, আবার সব লেসন খুঁজে পেতে কষ্ট হয়। কিন্তু মোবাইলের জন্য এমন কিছু অ্যাপ আছে, যেগুলোর কাজই হচ্ছে আপনাকে নতুন একটি ভাষা শেখানো। ডেডিকেটেড এই অ্যাপগুলো ব্যবহার করে আপনি প্ল্যান করে ভাষা শিখতে পারবেন। কী আগে শিখবেন, কী পরে শিখবেন, বা কী শিখবেন; এসব নিয়ে না ভেবে আপনি কেবল নিশ্চিন্তে ওই ভাষাটি শিখে যেতে পারবেন। কারণ এ অ্যাপগুলোতে সবকিছু আপনার প্রয়োজন মোতাবেক সাজনো-গোছানো থাকে।

ডুয়োলিঙ্গো হচ্ছে এমন একটি ফ্রি অ্যাপ যেটি ব্যবহার করে আপনি বিশ্বে অনেকগুলো ভাষা শিখতে পারবেন। এ ভাষাগুলোর মধ্যে আছে ইরোপিয়ান ভাষা, এশিয়ান ভাষা, আফ্রিকান ভাষা, লাতিন অঞ্চলের বিভিন্ন ভাষা ইত্যাদি। ইংরেজি শেখারও সুবিধা আছে এ অ্যাপটিতে। এটা ফ্রি ও প্রিমিয়াম দুই ভাবেই পাওয়া যায়। তবে প্রাথমিকভাবে আপনার জন্য ফ্রি ভার্সনটিই যথেষ্ঠ।

ডুয়োলিঙ্গো-তে অ্যাকাউন্ট খোলার পর আপনি আপনার পছন্দের ভাষাটি নির্বাচন করবেন। এরপর থেকেই সে ভাষাটি প্র্যাকটিস করতে পারবেন আপনি। প্রতিটি ভাষার জন্য অনেকগুলো অনুশীলনের ব্যবস্থা আছে এ অ্যাপে। সেগুলো আবার বিভিন্ন ক্যাটাগরিতে সাজানো। সহজ থেকে কঠিন; এভাবে লেসনগুলো উন্মুক্ত হতে থাকবে আপনার জন্য। প্রতিটি লেভেলে পাঁচটি করে লেসন থাকে। এই পাঁচটি লেসন শেষ করার পর পরের লেভেলে যেত পারবেন। অনেকগুলো লেভেল মিলে একটি চেকপয়েন্ট গঠিত। আর অনেকগুলো চেকপয়েন্ট শেষ করে অবশেষে ফাইনাল চেকপয়েন্টে পৌঁছাতে পারবেন।

আপনি একটি লেসন অনুশীলন করার সময় ফ্রি ভার্সনে পাঁচবার ভুল করতে পারবেন। প্রতি ভুলের জন্য একটি করে হার্ট কাটা যাবে। আপনার জন্য পাঁচটি হার্ট বরাদ্দ থাকবে। শেষ হয়ে গেলে পুরনো লেসন প্র্যাকটিস করে বা বিজ্ঞাপন দেখে নতুন হার্ট সংগ্রহ করতে হবে। তবে প্রিমিয়াম ভার্সনে এসবের কোনো ঝামেলা নেই।

দৈনিক আধাঘণ্টা সময় দিতে পারলে ভালো। কতদিনে কোর্স শেষ করতে পারবেন তা নির্ভর করবে আপনার শেখার গতির ওপর। তবে একবার একটা ভাষা শেখা শুরু করলে তা পুরোপুরি শিখতে, বা ওই ভাষার সবগুলো লেসন শেষ করতে আপনার একবছরের বেশি সময় লেগে যেতে পারে। যেকোনো কিছু শেখাই ধৈর্য্যের কাজ, তাই সেরকম মানসিকতা নিয়েই ভাষা শেখার জন্য মাঠে নামতে হবে।