অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

যেসব নতুন ফিচার আসছে অ্যান্ড্রয়েড ১৩-এ

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ২৭ ডিসেম্বর ২০২১ সোমবার  

অ্যান্ড্রয়েড ১৩ তিরামিসু

অ্যান্ড্রয়েড ১৩ তিরামিসু

এর আগে ২০২১ সালের অক্টোবর মাসে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড ১২ মুক্ত করেছিল গুগল। এখনো অধিকাংশ ডিভাইসে অপারেটিং সিস্টেমের এ ভার্সনটি পাননি গ্রাহকেরা। তবে এর মধ্যেই অ্যান্ড্রয়েড ১৩ নিয়ে চমকপ্রদ সব তথ্য জানা যাচ্ছে।

২০২২ সালের সেপ্টেম্বরে মুক্তি পেতে পারে অ্যান্ড্রয়েড ১৩। এর সম্ভাব্য নাম হতে পারে তিরামিসু। এটির কিছু ফিচার নিয়ে ইতোমধ্যে প্রযুক্তি দুনিয়ায় গুঞ্জন শুরু হয়েছে। সেগুলোই জানা যাক এ লেখায়।

একাধিক এনএফসি পেমেন্ট প্রোফইল

নিয়ার-ফিল্ড কম্যিউনিকেশন (এনএফসি) প্রযুক্তিতে কোনো স্পর্শ ছাড়াই স্মার্টফোন ব্যবহার করে পণ্যের মূল্য পরিশোধ করা যায়। বিশ্বের অনেক দেশে এ ধরনের এনএফসি পেমেন্ট খুবই স্বাভাবিক বিষয়। এখন পর্যন্ত একটি স্মার্টফোন ব্যবহার করে কেবল একজন ব্যক্তিই তার এনএফসি পেমেন্ট সুবিধা ব্যবহার করতে পারেন। কিন্তু অ্যান্ড্রয়েড ১৩-তে একাধিক ব্যবহারকারী নিজেদের এনএফসি পেমেন্ট প্রোফাইল এক ডিভাইসে ব্যবহার করতে পারবেন।

প্রতি অ্যাপের জন্য ভাষা পরিবর্তন

অ্যান্ড্রয়েড ১৩-তে আপনি চাইলে প্রতিটি অ্যাপের জন্য আলাদা আলাদা করে ভাষা সেট আপ করতে পারবেন। অর্থাৎ আপনি একটি অ্যাপের জন্য বাংলা ভাষা নির্বাচন করলে সে অ্যাপটির ভেতরের সবকিছু কেবল বাংলাতেই দেখা যাবে। চাইলে আপনি বাংলা পরিবর্তিত করে যেকোনো ভাষায় ওই অ্যাপ ব্যবহার করতে পারেন। গুগল এই প্রকল্পের নাম দিয়েছে প্যানিলিঙ্গুয়াল।

নোটিফিকেশন গ্রহণ হবে ঐচ্ছিক

একটি অ্যাপ আপনি যখন প্রথমবারের মতো ব্যবহার করেন, তখন ওই অ্যাপ আপনার কাছে কিছু জিনিসের অনুমতি চায়। যেমন লোকেশন পারমিশন, রেকর্ড করার পারমিশন, গ্যালারির পারমিশন ইত্যাদি। আপনি তখন চাইলে তা অ্যাক্সেপ্ট অথবা ডিনাই করতে পারেন।

বর্তমান অ্যান্ড্রয়েড ফোনগুলোতে কোনো অ্যাপ থেকে নোটিফিকেশন বন্ধ করতে চাইলে ওই অ্যাপের সেটিংস-এ গিয়ে তা বন্ধ করতে হয়। কিন্তু অ্যান্ড্রয়েড ১৩-এ আপনি যখন প্রথমবারের মতো কোনো অ্যাপ চালু করবেন, তখন চাইলে নোটিফিকেশনের পারমিশনও বন্ধ করে দিতে পারেন একবারেই।

দ্য অ্যান্ড্রয়েড রিসোর্চ অ্যাকাডেমি (টিএআরই)

অ্যান্ড্রয়েড ১৩-এ অ্যাপগুলোর ব্যাটারি ম্যানেজমেন্টের জন্য পুরস্কার প্রদান করা হবে। অর্থাৎ ব্যটারি ক্ষয়ের পরিমাণের ওপর বিভিন্ন অ্যাপকে কারেন্সি দেবে গুগল। ওই কারেন্সি ব্যবহার করে ওই অ্যাপগুলো বিভিন্ন টাস্ক সম্পাদন করতে পারবে। 

সূত্র: এক্সডিএ ডেভেলপার্স