বিপিএল: ঢাকায় তামিম, রিয়াদ, মাশরাফি, সাকিবের দলে গেইল
স্পটলাইট ডেস্ক
প্রকাশিত: ০২:০৬ পিএম, ২৭ ডিসেম্বর ২০২১ সোমবার আপডেট: ০২:৫১ পিএম, ২৭ ডিসেম্বর ২০২১ সোমবার
শুরু হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট
শুরু হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট। প্রথম সেটে দুই রাউন্ডে দল পেয়েছেন ১২ জন দেশি ক্রিকেটার। বিপিএলের ড্রাফট চলছে ঢাকায়। সরাসরি সাইনিং হিসেবে ঢাকা স্টার্সে খেলছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। আর ড্রাফটের বাইরের খেলোয়াড় হিসেবে ক্রিস গেইলকে সই করিয়েছে বরিশাল ফরচুন।
ড্রাফটে প্রথম রাউন্ডে তামিম ইকবালকে পেয়েছে ঢাকা। দ্বিতীয় রাউন্ডে প্রথম খেলোয়াড় হিসেবে মাশরাফি মোর্ত্তজাকে নিয়েছে তারা।
আর লিটন দাসকে নিয়েছে সাবেক চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস।
বরিশাল তাদের সরাসরি সাইনিং হিসেবে আগেই নিশ্চিত করেছে সাকিব আল হাসানকে। গেইলের সঙ্গে ড্রাফট থেকে তারা পেয়েছে নুরুল হাসান সোহান ও নাজমুল হোসেন শান্তকে।
ঢাকা স্টার্সে রিয়াদ ও তামিম ছাড়াও ড্রাফট থেকে যোগ দিচ্ছেন জাতীয় দলের অভিজ্ঞ পেইসার রুবেল হোসেন।
বাংলাদেশ ক্রিকেটের আরেক বড় নাম মুশফিকুর রহিম সরাসরি সাইনিং হিসেবে খেলবেন খুলনা টাইগার্সে। তার সংগে ড্রাফটের প্রথম রাউন্ডে যোগ দিয়েছেন সৌম্য সরকার ও মাহেদী হাসান।
লিটনকে দলে নেয়ার পাশপাশি সরাসরি সাইনিং হিসেবে মুস্তাফিজুর রহমানকে দলে টেনেছে কুমিল্লা ভিকটোরিয়ানস। আরও এসেছেন শহিদুল ইসলাম।
চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি চ্যালেঞ্জার্সে সরাসরি সাইনিং হিসেবে খেলছেন নাসুম আহমেদ। ড্রাফটের প্রথম রাউন্ড থেকে যুক্ত হয়েছেন শরিফুল ইসলাম ও আফিফ হোসেন।
সিলেট সানরাইজার্সে খেলছেন তাসকিন আহমেদ, মোসাদ্দেক সৈকত ও মোহাম্মদ মিঠুন।