অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

যে ভাষায় বরফের জন্য আছে ৪০০-এর অধিক শব্দ!

সাতরং ডেস্ক

প্রকাশিত: ১২:০৪ পিএম, ২৭ ডিসেম্বর ২০২১ সোমবার  

গ্রেট স্কট!

গ্রেট স্কট!

কোনো কিছুর সমার্থক শব্দ কতগুলো হতে পারে? ১০ থেকে ১৫টি শব্দ তো হরহামেশাই বাংলা'র অনেক শব্দের ক্ষেত্রে দেখা যায়। কিন্তু একটি পার্থিব বস্তুকে বোঝাতে একেবারে ৪০০টির বেশি শব্দের আবিষ্কার! স্কটিশরা সেটাই করে দেখিয়েছেন। স্কটিশ ভাষায় 'তুষার' শব্দটির সমার্থক শব্দ হিসেবে আরও ৪২১টি শব্দ আছে!

গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের একটি প্রকল্পের অধীনে 'হিস্টোরিক্যাল থিসরাস অব স্কটস' নামের একটি ভাব-অভিধান তৈরি করা হয়েছিল ২০১৫ সালে। ওই ভাব-অভিধানে গবেষকেরা 'তুষার' শব্দটির জন্য ৪২১টি সমার্থক শব্দ যুক্ত করেছেন।

গ্রিনল্যান্ড, কানাডা, ও আলাস্কার আর্কটিক ও সাবআর্কটিক অঞ্চলে বসবাসকারী ইনুইত আদিবাসীদের শব্দভাণ্ডারে নাকি বরফ বোঝানোর জন্য ৫০টি শব্দ রয়েছে। কিন্তু স্কটিশরা দেখা যাচ্ছে ইনুইতদের চেয়ে আটগুণ বেশি এগিয়ে আছে।

তুষার বোঝাতে এরকম কয়কটি শব্দ হলো ফিফল, ফ্লিনড্রিকিন, স্ন-পোদার, স্পিটার্স, আনব্রাক ইত্যাদি। কেবল একটা বস্তু বোঝানোর জন্য ৪২১টা আলাদা আলাদা শব্দ জানা থাকতে হবে জেনে আমরা 'ব্যাক টু দ্য ফিউচার' সিনেমার ডক ব্রাউনের মতো অবাক গলায় বলতেই পারি, 'গ্রেট স্কট!'

তথ্যসূত্র: বিবিসি