মহামারিতেও এক বিলিয়ন ডলার আয় করলো স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম
এন্টারটেইনমেন্ট ডেস্ক
প্রকাশিত: ১১:৩৬ এএম, ২৭ ডিসেম্বর ২০২১ সোমবার
স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম
মহামারি'র পর প্রথম সিনেমা হিসেবে বৈশ্বিক বক্স অফিসে এক বিলিয়ন ডলার বা প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা আয় করলো 'স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম'।
স্বভাবতই, ২০২১ সালে সর্বোচ্চ আয় করা সিনেমার মধ্যে সবার ওপরে আছে স্পাইডার-ম্যান ফ্র্যাঞ্চাইজ-এর সর্বশেষ এ সিনেমাটি।
বিবিসি'র প্রতিবেদনে জানা যায়, কোরিয়া যুদ্ধ নিয়ে তৈরি চীনের সিনেমা 'দ্য ব্যাটল অব লেইক চাংজিন'-কে হটিয়ে এ রেকর্ড করেছে 'নো ওয়ে হোম'। চীনের সিনেমাটি বিশ্ববাজারে ৯০৫ মিলিয়ন ডলার আয় করেছিল।
এর আগে ২০১৯ সালে 'স্টার ওয়ার্স: দ্য রাইজ অব স্কাইওয়াকার' সিনেমাটি সর্বশেষ বক্স অফিসে এক বিলিয়ন ডলার আয় করে।
গত দুই বছরে, মহামারির সময়ে আর কোনো হলিউড সিনেমা বিলিয়ন ডলার আয়ের কাছাকাছি পৌঁছাতে পারেনি।
তবে চীনে এখনো এ সিনেমাটি মুক্তি দেওয়া হয়নি। চীন বর্তমানে বিশ্বে সিনেমার সবচেয়ে বড় বাজার।
এর আগে হলিউডে ২০২১ সালে ও মহামারিতে সবচেয়ে বেশি আয় করা সিনেমা ছিল জেইমস বন্ড ফ্র্যাঞ্চাইজ-এর 'নো টাইম টু ডাই' সিনেমাটি।