অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সফলভাবে মহাকাশে পৌঁছাল জেইমস ওয়েব স্পেস টেলিস্কোপ

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৭:৩২ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ শনিবার  

সফলভাবে মহাকাশে পৌঁছাল জেইমস ওয়েব স্পেস টেলিস্কোপ

সফলভাবে মহাকাশে পৌঁছাল জেইমস ওয়েব স্পেস টেলিস্কোপ

নাসা'র তৈরি বিশ্বের সর্ববৃহৎ টেলিস্কোপ জেইমস ওয়েব সফলভাবে মহাকাশে পৌঁছেছে। বাংলাদেশ সময় শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টা ২০ মিনিটে টেলিস্কোপটি মহাকাশে উৎক্ষেপণ করা হয়।

ফ্রেঞ্চ গিয়ানা'য় অবস্থিত লাঞ্চপ্যাড থেকে একটি আরিয়ান ৫ রকেটে করে এই টেলিস্কোপটিকে মহাকাশে পাঠানো হয়। ২৬ মিনিট ঊর্ধ্বমুখী গমনের পর এটি নিরাপদে মহাকাশে উন্মুক্ত হয়। এ সময় করতালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নাসা'র বিজ্ঞানীরা। তাদের দীর্ঘ ৩০ বছরের ফসল এ টেলিস্কোপ।

নাসা ওয়েব টেলিস্কোপ তাদের টুইটারে জানিয়েছে, টেলিস্কোপটি'র সোলার প্যানেল সফলভাবে খুলেছে এবং এর ব্যাটারিগুলো চার্জ হচ্ছে। আগামী দুই সপ্তাহ এটি স্বয়ংক্রিয়ভাবে অ্যান্টেনা, আয়না, সানশিল্ড ইত্যাদি স্থাপন করবে।

আরও পড়ুন: ইতিহাস গড়তে প্রস্তুত নাসার জেইমস ওয়েব স্পেইস টেলিস্কোপ

বিবিসি'র প্রতিবেন অনুযায়ী, জেইমস ওয়েব টেলিস্কোপ-এর জীবনকাল ১০ বছর। এটি মাইনাস ২৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মহাকাশে পর্যবেক্ষণকাজ চালাতে পারবে। মহাকাশে ১৯৯০ সাল থেকে অবস্থান করা হাবল টেলিস্কোপকে প্রতিস্থাপন করবে ৬২০০ কেজি ভরবিশিষ্ট নতুন এই অত্যাধুনি মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র।