ফ্রান্সে চিড়িয়াখানা থেকে পালালো ৯টি নেকড়ে
সাতরং ডেস্ক
প্রকাশিত: ০৪:২৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ শনিবার
নেকড়ে বাঘ
ফ্রান্সের একটি চিড়িয়াখানা থেকে নয়টি নেকড়ে বাঘ পালিয়ে যায়। এসময় চিড়িয়াখানাটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
গত সপ্তাহান্তে এ ঘটনাটি ঘটে। দেশটির মন্ট্রেডন-লাবেসোনি এলাকার থোয়া ভ্যালি চিড়িয়াখানাটি তখন দর্শনার্থীদের জন্য খোলা ছিল।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এ সময় চারটি নেকড়েকে গুলি করে হত্যা করা হয় এবং বাকি পাঁচটিকে অচেতন করেন চিড়িয়াখানার কর্মীরা। খবর দ্য ইন্ডিপেন্ডেন্ট-এর।
ওই এলাকার একজন সরকারি কর্মকর্তা ফেবিয়ান শলেট বলেন, ওই সময় চিড়িয়াখানাটিতে বেশি সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন না, তাই কোনো দুর্ঘটনা ঘটেনি। নেকড়েগুলোর অস্বাভাবিক ও ঝুঁকিপূর্ণ আচরণের জন্য দুঃখজনকভাবে এগুলোকে গুলি করে হত্যা করতে হয়।
ওই নেকড়েগুলো নিরাপত্তা হ্যাচ ভেঙ্গে, বেড়া ডিঙিয়ে তাদের খাঁচা ত্যাগ করে। তবে জানা গেছে নেকড়েগুলো চিড়িয়াখানার প্রাঙ্গণ ত্যাগ করে বাইরে বেরোতে পারেনি।
থোয়া ভ্যালি চিড়িয়াখানাটি ৬০ হেক্টর জমি নিয়ে গঠিত এবং এতে ৬০০-এর বেশি প্রাণী রয়েছে। নিরাপত্তা সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধান করার আগ পর্যন্ত আগামী তিন সপ্তাহ ওই চিড়িয়াখানাটি বন্ধ থাকবে।