অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ঢাকা ম্যারাথন 

স্পোর্টস করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:২৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ০৫:২৬ পিএম, ২৩ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে আয়োজিত হতে যাচ্ছে ঢাকা ম্যারাথন। ১০ জানুয়ারি হবে এই প্রতিযোগিতা।

প্রায় ৬০০ প্রতিযোগীর অংশগ্রহণে আয়োজিত হবে প্রতিযোগিতাটি। হাফ ও ফুল দুই ফরম্যাটের ম্যারাথন অনুষ্ঠিত হবে একই দিনে।

১০ জানুয়ারি ভোর সাড়ে পাঁচটায় দেশি-বিদেশি ৬০০ প্রতিযোগীর অংশগ্রহণে আর্মি স্টেডিয়ামের সামনে থেকে শুরু হবে ম্যারাথনের দৌড়। সেটি শেষ হবে হাতিরঝিলে এসে।

ফুল ম্যারাথনের দৈর্ঘ্য ৪২.৫০ কি.মি. ও হাফ ম্যারাথনের দৈর্ঘ্য ২১.৯৭ কি.মি. ধরা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের ফুল ম্যারাথনে অংশ নেবে ১০০ প্রতিযোগী। বাকিরা অংশ নেবে হাফ ম্যারাথনে।