বিপিএলের নিলাম ২৭ ডিসেম্বর, থাকছে যেসব নিয়ম
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ২৩ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার আপডেট: ০৬:২৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। এরই মধ্যে সূচিও চূড়ান্ত হয়ে গেছে। তার আগে আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট বা খেলোয়াড়দের নিলাম।
এবার প্লেয়ার্স ড্রাফটে বেশ কিছু শর্ত বা নিয়ম জুড়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফ্র্যাঞ্চাইজিগুলো সর্বোচ্চ এবং সর্বনিম্ন কতজন দেশি ও বিদেশি ক্রিকেটার কিনতে পারবে তাও জানিয়ে দেওয়া হয়েছে।
প্লেয়ার্স ড্রাফটের আগে প্রতিটি দল ১ জন দেশি ও ৩ জন বিদেশি ক্রিকেটারকে কিনতে পারবে। বাকিদের প্লেয়ার্স ড্রাফটের মধ্য দিয়ে দলভুক্ত করতে হবে। এক্ষেত্রে কমপক্ষে ১০ ও সর্বোচ্চ ১৪ জন দেশি ক্রিকেটার কেনা যাবে এবং সর্বনিম্ন ৩ ও সর্বোচ্চ ৮ জন বিদেশি খেলোয়াড়কে দলভুক্ত করা যাবে।
বিসিবি প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রতি দল একাদশে সর্বোচ্চ ৩ জন বিদেশি ক্রিকেটার রাখতে পারবে।
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি বিপিএলের অষ্টম আসরের পর্দা ওঠবে এবং ১৮ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে।