কেএফসি-এর ফ্রায়েড চিকেনের বাক্সে মুরগির আস্ত মাথা!
সাতরং ডেস্ক
প্রকাশিত: ০৪:৩১ পিএম, ২৩ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার
বিখ্যাত মার্কিন ফাস্ট ফুড কোম্পানি কেএফসি। ফ্রায়েড চিকেনের জন্য এটি বিখ্যাত। কিন্তু মাঝেমধ্যে এই খ্যাতিমান প্রতিষ্ঠানগুলোও মারাত্মক সব ভুল করে।
গ্যাব্রিয়েল নামের যুক্তরাজ্যের একজন ভোক্তা খাবার অর্ডার করেছিলেন কেএফসি থেকে। খাবার মানে তাদের বিখ্যাত হট উইংস তথা ফ্রায়েড চিকেনস।
কিন্তু খেতে গিয়ে ভিরমিই খেলেন গ্যাব্রিয়েল। কারণ তার খাবারের বাক্সে অনেকগুলো ফ্রায়েড চিকেন উংসের সাথে মুরগির একটা মাথাও উঁকি দিচ্ছে।
বন্ধ চোখ, ঠোঁটওয়ালা ওই মাথা দেখে স্বভাবতই তার খাবারের রুচি নষ্ট হয়ে যায়। ক্ষুব্ধ হয়ে তিনি কেএফসি’র ওই শাখাকে দুই তারকা বিশিষ্ট রেটিং দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মাথার ছবিটি ভাইরাল হয়ে গেছে। খবর দ্য ইনডিপেন্ডেন্ট-এর।
তার টু স্টার রিভিউকে অনেকে উদারতা ভেবেছেন। একজন জিজ্ঞেস করেছেন, ওয়ান স্টার পেতে হলে কী করতে হবে? আরেকজন একটু বেশিই পলিটিক্যাল কারেক্টনেস ফলিয়েছেন। তিনি লিখেছেন, ফ্রায়েড চিকেনের মাথাও কিন্তু ফ্রায়েড চিকেনের ভেতরেই পড়ে।
কেএফসি-ও এ ঘটনা নিয়ে কিছুটা রসিকতা করেছে এই বলে যে ওটা তাদের দেখা সম্ভাব্য সবচেয়ে উদার দুই তারকা রিভিউ। এছাড়া, “আমরা আসল মুরগি সরবরাহ করি” বলেও কৌতুক করেছে ফাস্ট ফুড চেইনটি। তবে জানিয়েছে অভিযোগটি তারা গুরুত্বের সঙ্গে দেখছে এবং ভবিষ্যতে আর যেন এরকম কিছু না হয় সে ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে।