চিপ সংকটে ভুগছে জাপানের ম্যাকডোনাল্ড
সাতরং ডেস্ক
প্রকাশিত: ০৭:০৬ পিএম, ২২ ডিসেম্বর ২০২১ বুধবার
চিপ সংকটে ভুগছে জাপানের ম্যাকডোনাল্ড
বিশ্বব্যাপী বর্তমানে সেমিকন্ডাক্টর নির্মিত চিপ-এর সংকট চলছে। এবার বিশ্বের সবচেয়ে বড় ফাস্ট-ফুড কোম্পানিতেও দেখা গেল চিপের আকাল।
তবে এ চিপ ধাতুর তৈরি নয়, আলু দিয়ে বানানো খাওয়ার চিপ। আলু'র সরবরাহ কমে যাওয়ায় জাপানে ম্যাকডোনাল্ড কোম্পানির ফ্রেঞ্চ ফ্রাইয়ে ঘাটতি তৈরি হয়েছে।
মূলত আলুর চালান পৌঁছাতে দেরি হওয়ায় এ সংকট দেখা দিয়েছে। তাই শুক্রবার (২৪ ডিসেম্বর) থেকে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত জাপানে কম পরিমাণে ফ্রেঞ্চ ফ্রাই বিক্রি করবে ম্যাকডোনাল্ড। খবর বিবিসি'র।
সাধারণত কানাডার ভ্যাঙ্কুভারের নিকটবর্তী এক বন্দর থেকে আলু আমদানি করে ম্যাকডোনাল্ড জাপান। তবে বর্তমানে বন্যার কারণে সৃষ্ট ক্ষতি ও মহামারির কারণে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা অস্থিতিশীল হওয়ায় এ আলু পৌঁছাতে দেরি হচ্ছে।
এ পরিস্থিতিতে কোম্পানিটি বিকল্প ব্যবস্থা হিসেবে আকাশপথে কাঁচামাল আনার ব্যবস্থা নিচ্ছে।